নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন পর পিএসজির হয়ে প্রথম একাদশে নেমেই গোলের দেখা পেলেন নেমার। কঁকে-র বিরুদ্ধে ৩-০ গোলে জিতে নতুন মরশুমে ফরাসি লিগ ওয়ানে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন প্যারি সাঁ জাঁ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - জুভেন্তাসের জার্সিতে মাঠে নেমেই গোল রোনাল্ডোর, দেখুন ভিডিও


দীর্ঘ তিন মাস চোটের সঙ্গে লড়াই শেষে রাশিয়া বিশ্বকাপে মাঠে নামেন ব্রাজিলিয় সুপারস্টার নেমার। সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ মাস পর নিজের ক্লাব পিএসজির জার্সি গায়ে চাপালেন নেমার। গত মরশুমে শেষ দিকে লম্বা সময় খেলতে পারেননি তিনি। অস্ত্রোপচারের পর রিহ্যাব শেষে রাশিয়া বিশ্বকাপে ফিরলেও আশানুরূপ জ্বলে উঠতে পারেননি তিনি। গত সপ্তাহে ফরাসি সুপার কাপে শেষ দিকে পরিবর্ত হিসেবে নেমেছিলেন মাঠে। তবে রবিবার প্রায় সাড়ে পাঁচ মাস পর ক্লাবের হয়ে প্রথম একাদশে নামেন ওয়ান্ডার কিড।


আরও পড়ুন- স্প্যানিশ সুপার কাপ জয় দিয়ে মরশুম শুরু মেসির বার্সেলোনার


প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে ঘরের মাঠে দারুণ শুরু পিএসজির। ১০ মিনিটেই ফরাসি মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুঙ্কুর বাড়ানো বলে গোল করেন নেমার।



৩৫ মিনিটে ব্যবধান বাড়ায় পিএসজি। অ্যাঞ্জেল দি মারিয়ার পাস থেকে আদিওঁ রাবিওর গোলে স্কোরলাইন ২-০ হয়। ৮৯ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন মার্কিন স্ট্রাইকার টিমোথি উইয়া। বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এম্বেপে অবশ্য দলেই ছিলেন না। আসলে বিশ্বকাপজয়ী কোনও ফরাসি ফুটবলারকেই স্কোয়াডে রাখেননি পিএসজি কোচ থমাস তুচেল।