PSL 2022, Haris Rauf: মাঠেই সতীর্থকে থাপ্পড় পাক পেসারের! দিলেন ক্যাচ ফসকানোর শাস্তি
হ্যারিস রউফ নিয়ন্ত্রণ করতে পারলেন না নিজের রাগ! চড় কষালেন সতীর্থকে।
নিজস্ব প্রতিবেদন: বিতর্ক যেন পিছুই ছাড়ছে না চলতি পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League, PSL 2022)! এবার 'স্ল্যাপ গেট কলঙ্ক'-এ (Slap Gate Scandal) মুখ পুড়ল লিগের! লাহোর কালান্দারসের ( Lahore Qalandars) পাক পেসার হ্যারিস রউফ (Haris Rauf) সতীর্থ কামরান গুলামকে (Kamran Ghulam) মাঠেই থাপ্পড় মারলেন!
পেশওয়ার জালমির (Peshawar Zalmi) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে গুলাম হজরাতুল্লাহ জাজাইয়ের ক্যাচ ফসকান গুলাম। আর এই ভুল করায় তাঁকে শাস্তি পেতে হল রউফের কাছে। যদিও চড় হজম করার পর মুখে হাসিই ছিল গুলামের। কিন্তু রউফে হয়ে গিয়েছিলেন অগ্নিশর্মা। ক্রিকেট ফ্যানরা মোটেই পাক পেসারের এই আচরণ ভাল চোখে দেখেননি। সোশ্যালে উঠেছে ঝড়। রউফ পেশওয়ারের মহম্মদ হ্যারিসকে দ্বিতীয় ওভারে আউট করেন। উইকেট নেওয়ার আনন্দ সেলিব্রেট করার সময়ই চড় মারেন গুলামকে। যদিও রউফের দল শেষ হাসি হাসতে পারেনি। চলতি লিগের প্রথম সুপার ওভারে পেশওয়ার ম্যাচ জিতে নেয় শেষ ওভারে শাহিন শাহ আফ্রিদির ব্যাট হাতে ঝোড়ো ২৩ রানের ইনিংসে ভর করে।
২৮ বছরের জোরে বোলার রউফ অস্ট্রেলিয়ায় মেলবোর্ন স্টারসের (Melbourne Stars) হয়ে বিগ ব্যাশ লিগ (Big Bash League) খেলে দেশের মাটিতে পিএসএল খেলছেন। । চলতি বছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে সেমি-ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন রউফ। পাকিস্তানের দ্বিতীয় উইকেট শিকারি ছিলেন তিনি। শাদাব খানের (Shadab Khan) পর ছিলেন রউফ। আট উইকেট পান রউফ। তাঁর গতি সকলের নজর কেড়েছিল। কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত ১০ উইকেটে সেই ম্যাচ হারে। এই প্রথম বিশ্বকাপের আসরে ভারতকে হারতে হয় চিরপ্রতিদ্ধন্দ্বী দেশের কাছে। সেই ম্যাচে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) শিকার হন রউফের।
আরও পড়ুন: Richa Ghosh: বাংলার রিচার ব্যাট হাতে অনন্য রেকর্ড! সিরিজে নিউজিল্যান্ড ৪-০ এগিয়ে গেল
আরও পড়ুন: Virat Kohli: লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বিরাটের ব্যানার! ছবি শেয়ার করলেন আখতার