ওয়েব ডেস্ক: 
৯৪- ৪, ৬৪ রান করে ও'কিফির বলে আউট লোকেশ রাহুল।
৯৫-৫, ১৩ রান করে ও'কিফির শিকার অজিঙ্কে রাহানে। 
৯৫-৬, কোনও রান না করেই ও'কিফির বলেই উইকেট দেন ঋদ্ধিমান সাহা।
৯৫-৭, ১ রান করে নাথান লিওনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আর অশ্বিন।
৯৮-৮, ২ রান করে ও'কিফিকে উইকেট দেন জয়ন্ত যাদব।
১০১-৯, ২ রানে ও'কিফির বলেই আউট হন রবীন্দ্র জাদেজা।
১০৫-১০, ভারতীয় ইনিংসের শেষ উইকেটের পতন হয় উমেশ যাদবের উইকেট দিয়েই। ও'কিফিই উমেশের উইকেট তুলে নেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


লাঞ্চ থেকে দ্বিতীয় সেশন, ১১ রানের মধ্যেই ৭ উইকেটের পতন। এর মধ্যে ৬ উইকেট নেন বাঁহাতি স্পিনার স্টিভ ও'কিফি, আর একটি উইকেট নেন নাথান লিওন। গোটা ভারত গুটিয়ে যায় মাত্র ১০৫ রানেই। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার লোকেশ রাহুল (৬৪)। অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাকে সবথেকে ভাল পার্ফরম্যান্স ও'কিফিরই। ১৩.১ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৬টি উইকেট তুলে নেন তিনি। পূজারা এবং বিরাট এই দুটি মূল্যবান উইকেটই তুলে নেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট পান হ্যাজেলউড এবং নাথান লিওন। 


১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেতে নেমেছে সফরাকারী দেশ অস্ট্রেলিয়া।