Mohit Sharma: ৮ বছরে আমূল বদল, বেগুনি টুপির মালিক এখন আইপিএলে নেট বোলার!
বাইশ গজে ওঠাপড়ার গল্পে ট্র্যাজিক ক্রিকেটার হিসাবে জুড়ে গেলেন মোহিত শর্মা (Mohit Sharma)!
নিজস্ব প্রতিবেদন: বাইশ গজের ট্র্যাজিক গল্পগাথায় নাম জুড়ে গেল মোহিত শর্মার (Mohit Sharma)! হরিয়ানার ৩৩ বছরের জোরে বোলার ২০১৪ সালে আইপিএলে ( IPL 2014) সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে (Chennai Super Kings) ১৬ ম্যাচে ৮.৩৯-এর ইকনমি রেটে ২৩ উইকেট নিয়েছিলেন মোহিত! মাঝে পেরিয়ে গিয়েছে ৮ বছর। ৮৬টি আইপিএল ম্যাচে ৯২টি উইকেট নেওয়া পেসার এখন হয়ে গিয়েছেন নেট বোলার!
আইপিএলের অভিষেককারী দল গুজরাত টাইটান্স (Gujarat Titans) মোহিতকে দলে নিয়েছে নেট বোলার হিসাবে। এই খবর সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ফ্যানরা হতবাক হচ্ছেন মোহিতের ভাগ্যের করুণ পরিহাস দেখে। মোহিত কিন্তু এমএস ধোনির (MS Dhoni) টিম ইন্ডিয়ার হয়ে জোড়া বিশ্বকাপও খেলেছিলেন। মোহিত আইপিএলে চেন্নাই ছাড়াও দিল্লি ও পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির হয়েও প্রতিনিধিত্ব করেছেন।
২০১৪ সালে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ (ICC World T20 2014) খেলার পরের বছর মোহিত ছিলেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপেও (ICC World Cup 2015) । সেই সময় তিনি রীতিমতো চর্চিত বোলার ছিলেন। ২০১৫ সালেই শেষবার মোহিত দেশের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেন। এরপর আর তিনি কখনও ভারতীয় দলে ডাক পাননি। এরপর তিনি খেলেছেন ঘরোয়া ক্রিকেট।
আরও পড়ুন: ISL 2021-22 Final: বাইকে চেপে ফাইনাল দেখতে আসা ২ ফ্যানের লরির ধাক্কায় পথেই মৃত্যু!
আরও পড়ুন: IPL 2022, Moeen Ali: এই কারণেই ধোনির দলের বিশ্বস্ত যোদ্ধার ভারতে আসা পিছিয়ে যাচ্ছে!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)