ওয়েব ডেস্ক: প্রথমবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন শাটলার পিভি সিন্ধু। শনিবার গ্লাসগোয় চিনা প্রতিপক্ষকে স্ট্রেইট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২ বার ব্রোঞ্জ পদক জিতলেও চ্যাম্পিয়নশিপের স্বাদ সিন্ধুর পাওয়া হয়নি এখনো। এদিন সেমি ফাইনালে সেই লক্ষ্যেই আরো কিছুটা এগোলেন তিনি। ৪৮ মিনিটের ম্যাচে চিনা প্রতিপক্ষ চেন উফেইকে হারালেন ২১-১৩, ২১-১০ সেটে। তবে এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতেই পারত শুধু ভারতীদের। শনিবার অপর সেমি ফাইনালে জাপানি প্রতিপক্ষ নাজ়োমি ওকুবারার কাছে সাইনা নেহওয়ালের হারে সেই আশায় জল পড়ে। দ্বাদশ বাছাই সাইনা এদিন হারেন ১২-২১, ২১-১৭, ২১-১০-এ। প্রথম সেট জিতেও ওকুহারার ধারাবাহিকতার সামনে হার মানতে হয় সাইনাকে। 


আরও পড়ুন - ঘুম ভাঙতেই কানে অসহ্য যন্ত্রণা, বেরোলো টিকটিকি


এদিন সিন্ধুর জয়ে রৌপ্য পদক নিশ্চিত হল ভারতের। তবে সিন্ধুর সামনে লক্ষ্য অবশ্যই সোনা। প্রতিপক্ষ নাজোমি ওকুহারা।