নিজস্ব প্রতিনিধি : রিও ওলিম্পিকে রূপোজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে উঠলেন। এদিন তিনি স্ট্রেট সেটে হারালেন মালয়েশিয়ার সোনিয়া চিহকে। বিশ্বের ৩৫ নম্বর সোনিয়ার বিরুদ্ধে ৩৬ মিনিট লড়াইয়ের পর হায়দরাবাদী তারকা জিতলেন ২১-১৭, ২১-১৩-তে। বিশ্বের তিন নম্বর সিন্ধু সেমিফাইনালে মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কার বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বাংলার 'দ্রোণাচার্য'র হাতেই তৈরি ইতিহাস গড়া হিমা দাসের 'গুরু'


এদিন কিছুটা খারাপ শুরু করেছিলেন সিন্ধু। প্রথম গেমে ১১-৭ এ পিছিয়ে পড়েছিলেন তিনি। তবে বিরতির পর থেকেই ম্যাচে ফিরতে শুরু করেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। এগিয়ে যান ১৩-১২ তে। তার পর থেকে নিজের আক্রমণাত্মক খেলা চালিয়ে যেতে থাকেন সিন্ধু। প্রথম গেমের শেষদিক থেকেই সিন্ধু ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন। তাঁর একের পর এক স্ম্যাশ আছড়ে পড়তে থাকে সোনিয়ার কোর্টে।


আরও পড়ুন-  কে এই হিমা দাস? জেনে নিন ইতিহাসে নাম তোলা মেয়ের কথা


গত কয়েক মাস ধরে সিন্ধুর সময়টা ভাল যাচ্ছে না। একের পর এক টুর্নামেন্টে ভাল শুরু করলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হচ্ছে তাঁকে। এর কারণ কী? ফিটনেস নাকি ফর্ম? ঠিক কোথায় সমস্যা হচ্ছে? সিন্ধু বলছিলেন, ''ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। কিছু কিছু শট নির্বাচনের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তবে ভুল-ত্রুটি নিয়ে চর্চা করছি। আশা করছি পরের ম্যাচ থেকে স্বাভাবিক ছন্দে খেলতে পারব।''


আরও পড়ুন-  হিমার হাত ধরে ৪০০ মিটার দৌড়ে প্রথম সোনা জয় ভারতের


এর আগে পুরুষদের সিঙ্গলস ও ডাবলসে ভারতের আশা শেষ হয়ে গিয়েছে। এইএস প্রণয় ছিটকে গিয়েছেন। পারুপাল্লি কাশ্যপ দারুন লড়াই করেও জাপানের কান্তা সুনেয়ামার কাছে হেরেছেন। অন্যদিকে, মানু আত্রি ও সুমিথ রেড্ডির ডাবলস জুটিও ভারতের জন্য আশা জিইয়ে রাখতে পারেননি। মিক্সড ডাবলসে ভারতের অশ্বিনী পোনাপ্পা ও সাত্বিক সাইরাজ জুটিও শেষ পর্যন্ত ভাল কিছু করতে পারেনি। ফলে থাইল্যান্ড ওপেনে এখন ভারতের একমাত্র আশার আলো দেখাচ্ছেন পিভি সিন্ধু।