জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দারুণ ছন্দে রয়েছেন পিভি সিন্ধু (PV Sindhu)। চলে গেলেন মালয়েশিয়া মাস্টার্সের (Malaysia Masters 2022) কোয়ার্টার ফাইনালে। বৃহস্পতিবার স্ট্রেট সেটে হারিয়ে দিলেন চিনের ঝ্যাং ই মানকে (Zhang Yi Man)। অলিম্পিকে জোড়া পদকজয়ী সিন্ধুর পক্ষে স্কোর লাইন ২১-১২, ২১-১০।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোয়ার্টার ফাইনালে সিন্ধুর সামনে চাইনিজ তাইপেইয়ের তাই জু ইং। ম্যাচটা যে সহজ হবে না, সেটাও ভারতীয় শাটলারও জানেন। কারণ গত টোকিও  অলিম্পিকে তাই জু-র কাছেই সেমিফাইনালে হেরে গিয়েছিলেন সিন্ধু। তাই এই ম্যাচে সিন্ধুর কাছে বদলা নেওয়ার সুযোগ রয়েছে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স ও জয়ের পরিসংখ্যানের দিক থেকে সিন্ধুর থেকে অনেকটাই এগিয়ে তাই জু। কারণ এখনও পর্যন্ত চাইনিজ তাইপেইয়ের তাই জু ১৬ বার সিন্ধুকে হারিয়েছেন। 


এ দিকে ছেলেদের সিঙ্গলসে সাই প্রনীত হেরে গিয়েছেন লি শি ফেংয়ের বিরুদ্ধে। মাত্র ৪২ মিনিটের লড়াইয়ে ১৪-২১, ১৭-২১ ব্যবধানে হেরে যান প্রণীত। 


আরও পড়ুন: Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: কোন ভূমিকায় সবচেয়ে সফল ওঁর 'দাদি'? জানালেন সচিন তেন্ডুলকর


আরও পড়ুন: Mahendra Singh Dhoni Birthday, MS Dhoni 41: কীভাবে 'ক্যাপ্টেন কুল'কে শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র শেহওয়াগ? জেনে নিন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)