PV Sindhu: মাত্র ৩১ মিনিটের ঝড়! জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে সিন্ধু
শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু। তবে প্রথম গেমে লড়াই দিয়েছিলেন কাওয়াকামিও। কখনও সিন্ধু এগিয়ে যাচ্ছিলেন তো কখনও কাওয়াকামি দাপট দেখাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জিতে যান সিন্ধু।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেমিফাইনাল যেখানে শেষ করেছিলেন, ঠিক সেই গতি নিয়েই চলতি সিঙ্গাপুর ওপেনের (Singapore Open 2022) ফাইনালে চলে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। ভারতের (India) এই ব্যাডমিন্টন (Badminton) তারকার দাপটে মাত্র ৩১ মিনিটে উড়ে গেলেন জাপানের (Japan) সিনা কাওয়াকামি (Saena Kawakami)। মাত্র দুই গেমে খেল খতম করে দেন অলিম্পিকে (Olympic) জোড়া পদকজয়ী এই শাটলার। খেলার ফলাফল সিন্ধুর পক্ষে। ২১-১৫, ২১-৭।
শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু। তবে প্রথম গেমে লড়াই দিয়েছিলেন কাওয়াকামিও। কখনও সিন্ধু এগিয়ে যাচ্ছিলেন তো কখনও কাওয়াকামি দাপট দেখাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জিতে যান সিন্ধু।
প্রথম গেমে জয়ের পর সিন্ধুর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। ফলে দ্বিতীয় গেমে প্রতিপক্ষকে একেবারেই দাঁড়াতে দেননি হায়দরাবাদি তরুণী। দ্বিতীয় গেমে দ্রুত ৪-০ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমের প্রথম বিরতির সময় ৬-১ ব্যবধানে এগিয়ে ছিল সিন্ধু। দ্বিতীয় গেমে শেষ পর্যন্ত একপেশে লড়াইয়ে ২১-৭ ব্যবধানে জিতে যান সিন্ধু।
টোকিও অলিম্পিকের পর থেকেই যেন কিছুটা ছন্দহীন সিন্ধুর ব়্যাকেট। প্রত্যেক প্রতিযোগিতার শুরুটা ভাল করছেন। কিন্তু নক আউটে গিয়ে আটকে যাচ্ছেন তিনি। বিশেষ করে তাইওয়ানের তাই জু য়িং (Tai Tzu-ying) যেন তাঁর পথের সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত তাই জু য়িং-এর বিরুদ্ধে ১৭টি ম্যাচ হেরেছেন সিন্ধু। তবে সিঙ্গাপুর ওপেনে তাই জু য়িং খেলছেন না। এমন অবস্থায় সিন্ধু চ্যাম্পিয়ন হতে পারেন কিনা সেটাই দেখার।
আরও পড়ুন: Christian Eriksen, Manchester United: ২০২৫ পর্যন্ত 'রেড ডেভিলস'এ' ক্রিশ্চিয়ান এরিকসেন