জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: চীনের ওয়াং ঝি হাই-কে ((Wang Zhi Yi) হারিয়ে প্রথমবার সিঙ্গাপুর ওপেন জিতলেন পিভি সিন্ধু (PV Sindhu)। এই জয়ের ফলে চলতি বছরে তৃতীয় প্রতিযোগিতা জিতলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শাটলার। খেলার ফলাফল সিন্ধুর পক্ষে ২১-৯, ১১-২১, ২১-১৫। রবিবাসরীয় মেগা ফাইনালের (Singapore Open) প্রথম গেম সিন্ধুর নামে লেখা ছিল। বিপক্ষকে দাঁড়াতেই দিলেন ভারতের তারকা। ২১-৯ ব্যবধানে জিতে যান সিন্ধু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে দ্বিতীয় গেমে দারুণ কামব্যাক করেন চীনা শাটলার ওয়াং ঝি হাই। লাগাতার কয়েকটি জোরালো শটের উপর ভর করে ১১-২১ ব্যবধানে ম্যাচ জিতে যান ওয়াং ঝি হাই। তৃতীয় গেমে একটা সময় সেয়ানে সেয়ানে টক্কর চলছিল। নির্ণায়ক গেমে দুজনের মধ্যে জোর লড়াই চলছিল। তবে শেষ পর্যন্ত ২১-১৫ ব্যবধানে জিতে প্রতিযোগিতা নিজের নামে লিখে নিলেন সিন্ধু।



গতকাল সেমিফাইনালে সিন্ধু উড়িয়ে দিয়েছিলেন জাপানের সায়না কাওয়াকামিকে। স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিয়েছিলেন দেশের জোড়া অলিম্পিক্স পদক জয়ী। সিন্ধু জেতেন ২১-১৫, ২১-৭ গেমে। প্রতিপক্ষকে কোর্টে দাঁড়াতেই দেননি সিন্ধু।


টোকিও অলিম্পিকের পর থেকেই যেন কিছুটা ছন্দহীন সিন্ধুর ব়্যাকেট। প্রত্যেক প্রতিযোগিতার শুরুটা ভাল করছেন। কিন্তু নক আউটে গিয়ে আটকে যাচ্ছেন তিনি। প্রথম গেমে জয়ের পর সিন্ধুর আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়। 


আরও পড়ুন, Mahendra Singh Dhoni: চোখের সামনে সাক্ষাত 'ক্যাপ্টেন কুল'! সেলফি তোলার ধুমে ভিডিয়ো হল ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)