নিজস্ব প্রতিবেদন: চলতি বছর টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) হাত ধরে চার বছর পর কুড়ি ওভারের আন্তর্জাতিক ফর্ম্যাটে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন ( Ravichandran Ashwin)। সদ্যসমাপ্ত ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজেও অশ্বিন ছিলেন দলে। অশ্বিন দুই ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছেন। ভারতের সিনিয়ার স্পিনারের ভবিষ্যত নিয়ে এবার বড় আপডেট দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের পর ভারতের টি-২০ ক্যাপ্টেন অশ্বিনের ভূয়সী প্রশংসা করলেন। 'হিটম্যান' বলেন, "দুরন্ত কামব্যাক করেছে অশ্বিন। সবাই জানে ও একজন কোয়ালিটি বোলার। লাল বলে ও নিজেকে প্রমাণ করেছে। এমনকী সাদা বলেও ওর রেকর্ড খারাপ নয়। ও ফিরে এসেছে। যেভাবে সংযুক্ত আরব আমিরশাহিতে বল করে, এখানেও বল করেছে। দেখিয়ে দিয়েছে ওর মান কী! অশ্বিন সবসময় অধিনায়কের কাছে আক্রমণের অস্ত্র। ওর মতো কেউ দলে থাকলে, মাঝের দিকের ওভারে উইকেট আসার সুযোগ তৈরি হয়ে যায়। আমরা জানি সেটার গুরত্ব। এই ওভারগুলোতেই উইকেট তুলে নিয়ে স্কোরের গতি থামানো সম্ভব। অশ্বিন ও অক্ষর (প্যাটেল) আমাদের কাছে উইকেট তুলে নেওয়ার কারিগর। এই পর্যায়ে এসে টিকে থাকার ব্যাপারটা আর নেই। ওরা ব্যাটারদের চাপে রেখে আউট করবে। সময় বলে দেবে ওরা কী ভাবছে।" 


আরও পড়ুন: Abhinandan Awarded Vir Chakra: অভিনন্দনকে 'ভাই' বললেন Gautam Gambhir


দুরন্ত জয় দিয়েই  টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ হিসাবে পথ চলা শুরু করেছেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে রোহিত পূর্ণ দায়িত্ব প্রাপ্ত টি-২০ অধিনায়ক হিসাবে নিজের ছাপ রাখলেন। হলেন সিরিজের সেরাও। দ্রাবিড়-রোহিত যুগের সূচনায় মোহিত ফ্যানেরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)