ওয়েব ডেস্ক: টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্রুততম আড়াইশো উইকেট নিলেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর অশ্বিনের এই কৃতিত্বে প্রশংসায় পঞ্চমুখ তাঁরই দলের সতীর্থ চেতেশ্বর পুজারা। পুজারা নিজেও দীর্ঘদিনের ভারতীয় রেকর্ড ভেঙেছেন। এক ভারতীয় মরশুমে সবথেকে বেশি রান করার নজির গড়েছেন। তাই এ যেন অনেকটা গুণীর প্রশংসায় আরেক গুণী। পুজারা বলেছেন, 'যদি ব্যাট হাতে সামনে দাঁড়াতে হয়, তবে বলতেই হবে অশ্বিন সম্ভাবত পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বোলার। যাকে খেলা সবথেকে কঠিন বিষয়। এখন ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে সব দলগুলোই পরিকল্পনা করে, কীভাবে তারা অশ্বিনকে সামলাবে। দ্রুততম আড়াইশো উইকেট নেওয়ার জন্য অশ্বিনকে অভিনন্দন। আসলে অশ্বিন ব্যাটসম্যানদের দিক থেকে ভেবে বল করে। ও বোঝার চেষ্টা করে, ব্যাটসম্যান ওর বল খেলার জন্য কীরকম মানসিক প্রস্তুতি নিচ্ছে। আর সেই অনুযায়ী ও বল করে। অশ্বিন খুবই বুদ্ধিমান বোলার। তাই ও এত ভালো বল করে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাঠানকে পাকিস্তানি তরুণীর প্রশ্ন, তুমি মুসলিম, তাহলে ভারতের হয়ে খেলো কেন?


চেতেশ্বর পুজারা আরও বলেন, 'আমাদের দলে অশ্বিন আর জাদেজার জুটির জন্যই আমাদের বোলিংকে এতটা শক্তিশালী মনে হয়। কখনও অশ্বিন রান আটকে চাপ বাড়ায়। আর জাদেজা উইকেট নেয়। আবার কখনও জাদেজা রান আটকে বিপক্ষের উপর চাপ বাড়ায়। অশ্বিন উইকেট নেয়। আখেরে লাভ হয় ভারতীয় দলেরই।'


আরও পড়ুন  পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের টি২০ বিশ্বকাপ জিতল ভারত