নিজস্ব প্রতিবেদন: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) হাত ধরে চার বছর পর কুড়ি ওভারের আন্তর্জাতিক ফর্ম্যাটে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন ( Ravichandran Ashwin)। সদ্যসমাপ্ত ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজেও অশ্বিন ছিলেন দলে। অশ্বিন দুই ম্যাচ খেলে তিন উইকেট নিয়েছিলেন। ভারতের সিনিয়ার স্পিনার টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বলেই জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। তবে অশ্বিনকে ধরে রাখতে চায় না তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস ( Delhi Capitals)। অশ্বিন নিজেই সেকথা জানিয়ে দিলেন। পাশাপাশি অশ্বিন এও বললেন যে, শ্রেয়স আইয়ারকেও (Shreyas Iyer) রাখবেন না দিল্লি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shreyas Iyer: শ্রেয়সের তাসের ম্যাজিক দেখে চমকালেন সতীর্থরা!


আগামী বছর আইপিএলের (IPL 2022) আগে রয়েছে মেগা নিলাম। এবার আর ৮ দলীয় নয় ১০ দলের লড়াই। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি (আহমেদাবাদ ও লখনউ) এসেছে ক্রোড়পতি লিগে। অশ্বিন নিজের আইপিএল ভবিষ্যত নিয়ে বড় মন্তব্য করে দিলেন তাঁর ইউটিউব চ্যানেলে। ভারতের সিনিয়র স্পিনার বলেন, "আমি দিল্লি ক্য়াপিটালসের ভাবনায় নেই। আমার মনে হয় শ্রেয়সও নেই। কেউ হয়তো আসবে। আমি থাকলে জানতে পারতাম।" অশ্বিন ২০১৯ মরসুমে দিল্লিতে এসেছিলেন পঞ্জাবের জগদিশা সুচিথের বদলে। অশ্বিন দিল্লির হয়ে ২৮ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন ৭.৫৫ ইকনমি রেটে। অন্যদিকে আইয়ার ২০১৫-তে দিল্লিতে এসেছিলেন। ২০১৯ মরসুমে তাঁর নেতৃত্বে দিল্লি প্লে-অফে গিয়েছিল। সাত বছরে প্রথম আইয়ার দলকে নকআউটে তুলেছিলেন। ২০২০-তে আইয়ারের দল ফাইনাল খেলেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আইয়ার দিল্লির হয়ে ৮৬ ইনিংসে ১৯১৬ রান করেন। তাঁর ঝুলিতে আছে ১৬টি অর্ধ-শতরান।


আইপিএল নিলামের নয়া নিয়মে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৪জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তিনজন ভারতীয় বা সর্বোচ্চ দু'জন বিদেশি ক্রিকেটারকে রাখা যাবে। নয়া দুই ফ্র্যাঞ্চাইজি নিলামে পুল থেকে তিনজন 'আন-রিটেইনড' ক্রিকেটারকে নিতে পারবে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)