নিজস্ব প্রতিবেদন:  সোমবার দুপুরে আই লিগে  শ্রীনগরে লাল-হলুদের সামনে রিয়াল কাশ্মীর। আই লিগে প্রথমবার ভূস্বর্গে খেলবে শতাব্দী প্রাচীন ক্লাবটি। সোমবার কোলাডোরা যদি রিয়াল কাশ্মীরকে আটকে দেয় বা হারিয়ে দেয়,তাহলে মঙ্গলবার কল্যাণীতে আইজলকে হারালেই আই লিগ চ্যাম্পিয়ন হবে মোহনবাগান।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই মুহুর্তে ১৪ ম্যাচে ২২ পয়েন্টে দাঁড়িয়ে রিয়াল কাশ্মীর। সোমবার পয়েন্ট নষ্ট করলে সর্বোচ্চ ৩৮ পয়েন্টে পৌঁছতে পারবে শ্রীনগরের দলটি। অন্যদিকে মঙ্গলবার আইজলকে হারাতে পারলেই ৩৯ পয়েন্টে পৌঁছে যাবে সবুজ-মেরুন। কোনও দলের পক্ষেই আর বেইটিয়াদের ধরা সম্ভব হবে না। সেক্ষেত্রে ভারতসেরা হয়ে আই লিগের ফিরতি ডার্বিতে নামতে পারবে ভিকুনার দল। আর রিয়াল কাশ্মীর যদি ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারিয়ে দেয় তাহলে মোহনবাগানের আই লিগ জয় বিলম্বিত হবে। এই অঙ্কেই সোমবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।



কেননা এমনিতে ইস্টবেঙ্গলের আই লিগ জয়ের কোনও সম্ভাবনা নেই। তাই লিগের বাকি ম্যাচগুলি জিতে লিগ টেবিলে ভালো জায়গায় শেষ করাই একমাত্র লক্ষ্য লাল-হলুদের। সোমবার শ্রীনগরে লাল-হলুদ জার্সিতে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কোস্টারিকান বিশ্বকাপার জনি আকোস্তা। চোট কাটিয়ে ফিরছেন এডমুন্ডও। রবিবারের ডার্বির মহড়া ভূস্বর্গেই সেরে রাখতে চাইছেন মারিও।


আরও পড়ুন - ভারতের স্বপ্ন চুরমার করে অস্ট্রেলিয়ার বিশ্বজয়