নিজস্ব প্রতিবেদন: বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন রজার ফেডেরার। রবিবার রাফায়েল নাদালকে হারিয়ে জিতলেন সাংহাই মাস্টার্স। স্প্যানিশ তারকাকে ৬-৪, ৬-৩ সেটে হারালেন ফেডেরার।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুইস তারকা ১৯ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন। তবে নাদালের মুখোমুখি হয়ে একাধিকবার তাঁকে হারতে হয়েছে। এখনও মুখোমুখি লড়াইয়ের নিরিখে সুইস তারকার চেয়ে ২৩-১৫ ব্যবধানে এগিয়ে নাদাল। তবে শেষ পাঁচটি ম্যাচে ফেডেরারকে হারাতে পারেননি তিনি। ২০১৫ সালের বাসেল ফাইনাল দিয়ে শুরু হয়েছিল। এরপর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল, ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামির ফাইনালে নাদালকে হারিয়েছেন ফেডেরার।  


ম্যাচের নাডালের সাতটি ব্রেক পয়েন্টের মধ্যে তিনটির সুযোগ তুলেছেন ফেডেরার। টানা ১৬টি ম্যাচ জেতার পর হারলেন স্প্যানিশ তারকা।


আরও পড়ুন, লন্ডনে হারের বদলা নিতে রবিবার ভারতের বিরুদ্ধে মরিয়া লড়াই পাকিস্তানের