Rafael Nadal, Wimbledon 2022: তলপেটের ছেঁড়া পেশির জন্যই সরে দাঁড়ালেন রাফা
চলতি উইম্বলডনে চোট নিয়েই রীতিমতো দাপট দেখাচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত আর পারলেন না!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি উইম্বলডনে চোট নিয়েই রীতিমতো দাপট দেখাচ্ছিলেন। কিন্তু শেষপর্যন্ত আর পারলেন না! সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল।
আশঙ্কা ছিলই। তলপেটের ছেঁড়া পেশিতে ৭ মিমি ক্ষত! সঙ্গে পায়ের মারাত্মক চোট। দুটি বড় চোট নিয়ে কি উইম্বলডনে সেমিফাইনালে কি নামতে পারবেন নাদাল? চোটের সেই ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমনকী, লর ফ্রিৎজের (Taylor Fritz) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল জিতে উঠে রাফা নিজেই জানিয়েছিলেন, যে সেমিফাইনালে তিনি নিক কিরিয়সের (Nick Kyrgios) খেলার ব্যাপারে সন্দিহান ছিলেন। কিন্তু মহা ম্যাচের সময় যত এগিয়ে আসছিল, ততই যেন তেতে উঠছিলেন ২২টি গ্রান্ড স্ল্যামের মালিক।
আরও পড়ুন: Wimbledon 2022: বড় অঘটন! ছিটকে গেলেন সিমোনা হালেপ, ফাইনালে এলিনা রিবাকিনার সামনে ওন্স জাবেউর
স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, চোট নিয়েই সেমিফাইনালে খেলতে নামবেন রাফা। কিন্তু শেষরক্ষা হল না। পেশির এই মারাত্মক চোটের জন্যই যুদ্ধক্ষেত্রে ছাড়লেন স্প্যানিশ আর্মান্ডা।
আরও পড়ুন: Sourav Ganguly Birthday, Sourav Ganguly At 50: জন্মদিনের আগে ফের লর্ডসের ব্যালকনিতে মহারাজ
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)