নিজস্ব প্রতিবেদন: ফের একবার শীর্ষ স্থানে উঠে আসার হাতছানি রজার ফেডেরারের সামনে। পরিস্থিতি যা তাতে মনে করা হচ্ছে শীর্ষস্থান অর্জন করে মরসুমটা শেষ করবেন এই সুইস কিংবদন্তি। কারণ বাসেল ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। হাঁটুর চোটের জন্য বাধ্য হয়ে নাম তুলে নিতে হয়েছে বলে জানিয়েছেন এই শীর্ষ বাছাই। নাদালের অনুপস্থিতিতে বাসেলে চ্যাম্পিয়ন হয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে চলে যাওয়ার সুযোগ রয়েছে ফেডেরারের। রাফায়েল নাদালকে হারিয়েই শাংহাই ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন দ্বিতীয় বাছাই এই সুইস তারকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কংক্রিটের পিচে বল ঘোরাতে পারলে, সব পিচেই বল ঘোরাতে পারব : কূলদীপ



তবে বিশেষজ্ঞরা বলছেন, এটিপি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে পৌঁছানোর রাস্তা এতটাও মসৃণ হবে না রজার ফেডেরারের জন্যে। এই প্রতিযোগীতায় ছিটকে গেলেও খুব শীঘ্রই টেনিস কোর্টে ফিরে আসবেন নাদাল। সেক্ষেত্রে ফেডেরার এবং নাদালের মধ্যে ১৯৬০ পয়েন্টের ব্যবধান আরও বাড়তে পারে বলেই অভিমত ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশের।