নিজস্ব প্রতিবেদন: উইম্বলডন ও টোকিয়ো অলিম্পিক্স (Tokyo Olympics) থেকে রাফায়েল নাদাল (Rafael Nadal)। বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে একথা নিজেই জানালেন রাফাল। কিন্তু কেন? জানিয়েছেন, দীর্ঘ কেরিয়ারে বিশ্রাম নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাফাল। সেকথা বলতে গিয়ে শরীরের দিকটাও ভাববার কথা বলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েক বছরে অনেকবারই চোট পেয়েছেন নাদাল। সেরে উঠতেও সময় লেগেছে। চোটের কারণেই সেমিফাইনালে কি তাঁর লড়াই সে ভাবে দেখতে পাওয়া যায়নি, সে প্রশ্নও উঠেছে। বৃহস্পতিবার টুইটে নাদাল লখেন, 'এ বছরের উইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারছি না। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু শরীরের কথা মাথায় রেখে এবং দলের সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।'


আরও পড়ুন: 'সত্যের জয় হোক'- তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন Azhar




স্প্যানিশ খেলোয়াড়ের আরও সংযোজন, 'আমি টেনিস জীবনকে আরও দীর্ঘায়িত করতে চাই এবং সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলে নিজেকে খুশি রাখতে চাই। যেহেতু রোলঁ গারোজ এবং উইম্বলডনের মাঝে মাত্র ২ সপ্তাহ রয়েছে, তাই সুরকির কোর্টে খেলার চাপ এবং পরবরতী ক্লান্তি কাটিয়ে উঠতে আমার সময় লাগবে। এই দু’মাসে প্রচুর পরিশ্রম করেছি। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবেই এই সিদ্ধান্ত।' নাদাল লিখেছেন, 'অলিম্পিক্স গেমস যে কোনও ক্রীড়াবিদের কাছে অগ্রাধিকার। সবাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মুখিয়ে থাকে। আমি তিন বার অলিম্পিক্সে অংশগ্রহণ করেছি। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।'


আরও পড়ুন: Hardik-Agastya: বাবার মতোই ছেলেও! স্টাইলে বাকিদের টেক্কা হার্দিক-অগস্ত্যার


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App