জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক্কা ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ১১ বছর পর এসেছে ভারতের কোনও আইসিসি ট্রফি! এর আগে বিগত পাঁচটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও বৈতরণী পার করতে পারেনি ভারত। তবে এবার রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং বার্বাডোজে ইতিহাস লিখে তেরঙা পুঁতে দিয়ে এসেছে। বিশ্বকাপের নিরিখে প্রায় ১৩ বছর পর আবার বিশ্বকাপ। আর এই কাপ এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়েই। তবে রাহুল আর ভারতের কোচ নন, দেশকে কাপ জিতিয়ে কলার তুলে দায়িত্ব ছেড়েছেন 'দ্য় ওয়াল'!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির জট কাটেনি, এই আবহে বিরাট পদক্ষেপ, পাকিস্তানকে ভিসাই দিল না ভারত!



দ্রাবিড় এখন আইপিএলে রাজস্থান রয়্য়ালসের হেড কোচ। তাঁকে দেখা যাবে নিলাম টেবলে। রাজস্থান রয়্য়ালস মেয়েদের নিয়ে একটি কাপ আয়োজন করেছিল। সেখানে দ্রাবিড় হাজির ছিলেন। কিশোরীদের আবদারেই মাঠে ব্য়াট হাতে নেমেছিলন তিনি। কিছু বল যেমন দ্রাবিড় চালিয়ে খেলেছেন, তেমনই কিছু বল ব্য়াটেও ছোঁয়াতে পারেননি। মেয়েদের আগুনে গতি ও লাইন-লেন্থে বারবার নাস্তানাবুদ হয়েছেন তিনি। ফ্র্য়াঞ্চাইজির তরফেই সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে এক্স হ্য়ান্ডেলে। আর  ৪৯ সেকেন্ডের এই ভিডিয়ো মন ভালো করে দিয়েছে। কারণ ভিডিয়োর শেষ দৃশ্য়ে দেখা যাচ্ছে যে, কিশোরীদের তাতাতে দ্রাবিড় ব্য়াটে তালি মেরেই কুর্নিশ জানিয়েছেন তাদের। সকলেই ফের একবার দ্রাবিড়ের আচরণে মোহিত হয়েছেন।


আরও পড়ুন: অজি দৈনিকে হিন্দি-পঞ্জাবিতে বোল্ড হেডলাইন! পাতা জুড়ে বুক চিতিয়ে বাইশ গজের রাজা...



 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)