জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক্কা ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ১১ বছর পর এসেছে ভারতের কোনও আইসিসি ট্রফি! বিগত পাঁচটি আইসিসি ট্রফির ফাইনালে উঠেও বৈতরণী পার করতে পারেনি ভারত। তবে এবার রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং বার্বাডোজে ইতিহাস লিখে তেরঙা পুঁতে দিয়ে এসেছে। বিশ্বকাপের নিরিখে প্রায় ১৩ বছর পর আবার বিশ্বকাপ। আর এই কাপ এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কোচিংয়েই। তবে রাহুল আর ভারতের কোচ নন, দেশকে কাপ জিতিয়ে কলার তুলে দায়িত্ব ছেড়েছেন 'দ্য় ওয়াল'! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: শ্রীলঙ্কায় IPL 2024 জেতানো ত্রিমূর্তি, গম্ভীরের সহকারী কারা? রোহিতদের সংসারে নতুন অতিথিরা


পরিবারকে প্রাধান্য় দেবেন বলেই দ্রাবিড় আর কোচ হিসেবে থাকতে চাননি। শত অনুরোধেও তাঁকে রাখা যায়নি। দ্রাবিড়, বর্বাডোজে একদল সাংবাদিককে হাসতে হাসতে বলেছিলেন যে, কিছুদিনের মধ্য়েই তিনি বেকার হয়ে যাবেন। ফলে কোনও চাকরি থাকলে জানাতে। তবে মানুষটির নাম দ্রাবিড়। বাজারে কী আর তাঁর চাকরির অভাব হয়! এমনই হাইপ্রোফাইল যে তাঁর। এই মুহূর্তে যা খবর, দ্রাবিড় ফিরছেন তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্য়ালসে। অতীতে যে দলে তিনি মেন্টর হিসেবে দায়িত্ব সামলেছেন, সেই দলেই তিনি এবার হচ্ছেন হেড কোচ।


এই বিষয়ে চূড়ান্ত কোনও খবর এখনও মেলেনি। তবে এক সর্বভারতীয় দৈনিক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, 'রাজস্থান রয়্য়ালসের হেড কোচ হওয়ার বিষয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা হচ্ছে চলছে। এই বিষয়ে হয়তো দ্রুতই ঘোষণা করা হবে।' তবে কিছুদিন আগেও শোনা যাচ্ছিল যে, গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া আসনে বসতে পারেন দ্রাবিড়। তিনি নাকি কেকেআরের কোচ হতে চলেছেন। শাহরুখ খানি এক-দু'বছর নয়, দ্রাবিড়কে ১০ বছরের জন্য় কোচ করতে চাইছেন। জানা যাচ্ছে দ্রাবিড়কে নেওয়ার জন্য় নাকি ১২ কোটি টাকারই প্রস্তাব দেওয়া হবে কেকেআরের তরফে। তবে কেকেআরে আসছেন না ভুবনজয়ী কোচ, পুরনো কর্মস্থলেই ফিরছেন বিরাট পদে! 


কোচ হিসেবে দ্রাবিড় শুধু ভারতের সিনিয়র টিমকেই নয়, অনূর্ধ্ব-১৯ ও ইন্ডিয়া 'এ' দলের কোচিংও করিয়েছেন। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেন দ্রাবিড়। এরপর ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থান রয়্যালসের মেন্টরও ছিলেন। ফের একবার দ্রাবিড় ফিরছেন আইপিএলে! এমনটাই এখন জোর জল্পনা!এবার দেখার দ্রাবিড় কোন ফ্র্য়াঞ্চাইজি বেছে নেন।


আরও পড়ুন:পাঁচ সোনার বুট পায়ে মোহনবাগানে মহাতারকা! ডার্বি খেলতে মুখিয়ে অজি বিশ্বকাপার



 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)