ওয়েব ডেস্ক : ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিল রাজকোট। ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট দিয়ে টেস্ট অভিষেক হল রাজকোটের। পাশাপাশি ভারতের মাটিতে প্রথমবার ডিআরএস প্রয়োগ ঘটল এই রাজকোট টেস্টেই। এদিন অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে সৌরাষ্ট্র থেকে ভারতের হয়ে টেস্ট খেলা প্রাক্তন ক্রিকেটারদের সংবর্ধিত করে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ব্রিটিশ শিকড় মজবুত করে রুটের শতরান, মইনের ৯৯*


এস সিএ-র পক্ষ থেকে  প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী,সেলিম দুরানি,যজুবেন্দ্র সিং কে সংবর্ধিত করা হয়। ভারতের বর্তমান দুই ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও চেতেশ্বর পূজারাকেও সংবর্ধনা দেওয়া হয়। স্মারক দিয়ে সম্মানিত করা হয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককেও।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCCI সভাপকি অনুরাগ ঠাকুর ও CAB-র যুগ্ম সচিব অভিষেক ডালমিয়া।