নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপ শুরুর আগে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হেরেছিল ইংল্যান্ড। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিল আফগানিস্তানও। সোমবার লন্ডনে ওয়ার্ম-আপ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও আফগানিস্তান। ব্যাট হাতে ইংরেজদের বিরুদ্ধে একাই লড়াই চালালেন মহম্মদ নবি। বল হাতে দুরন্ত জোফ্রা আর্চার ও জো রুট। ব্যাট হাতে জেসন রয়ের ঝোড়ো ব্যাটিংয়ে কার্যত আফগানদের উড়িয়ে দিল ইংল্যান্ড। বিশ্বকাপের আগে আবার জয়ের সরণীতে ব্রিটিশরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



সব জল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি ফেরালেন ইয়ন মর্গ্যান। আফগানিস্তানের বিরুদ্ধে এদিন ওয়ার্ম-আপ ম্যাচে নেমে পড়লেন তিনি। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মর্গ্যান। জোফ্রা আর্চার, বেন স্টোকস, ক্রিস ওকস, জো রুটদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ওপেনার নূর আলি জারদান ৩০ রান করেন। আর শেষ উইকেটে ৩৩ রান যোগ করেন মহম্মদ নবি এবং দাওলত জারদান। নবি একাই ৪২ বলে ৪৪ রান করেন। ২০ রানে অপরাজিত থাকেন দাওলত। ৩৮.৪ ওভারে ১৬০ রানে অল আউট হয়ে যায় আফগানরা।  আর্চার ও পার্ট টাইম বোলার জো রুট ৩টি করে উইকেট নেন।



১৬১ রানের টার্গেট তাড়া করতে নেমে ঝোড়ো শুরু করেন দুই ইংল্যান্ড ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টো। বেয়ারস্টো ৩৯ রানে আউট হলেও ৪৬ বলে অপরাজিত ৮৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন জেসন রয়। জো রুট ২৯ রানে অপরাজিত থাকেন। মাত্র ১৭.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে বিশ্বকাপের আগে জয়ে ফিরল ইংল্যান্ড। ৩০মে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে আয়োজক ইংল্যান্ড।


আরও পড়ুন - কানাডায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জয়সূর্যর! ভুয়ো খবর নিজেই ওড়ালেন সনত