নিজস্ব প্রতিবেদন: আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল। সেই মতো বুধ এবং বৃহস্পতিবার পরপর দুদিন বৃষ্টিতে বিঘ্নিত হল ইডেনে অনুষ্ঠিত বাংলা-দিল্লি রঞ্জি ম্যাচ ।  ফলে বাংলা-দিল্লি রনজি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয় । দু'দলই এক পয়েন্ট করে পেল। ভালো জায়গায় থেকেও ৩ পয়েন্ট ঘরে তুলতে পারল না বাংলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার অর্থাত্‍ শেষদিন মাত্র ৭ ওভার খেলা হয় । এরমধ্যেই  দুবার খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়ার । একবার খারাপ আলো, আর একবার বৃষ্টির জন্য খেলা বন্ধ করে দিতে হয় । বৃষ্টির তীব্রতা এত বেশি ছিল যে আউট ফিল্ড খেলার অনুপযোগী হয়ে পড়ে। তাই আর খেলা শুরু করা যায় নি । এদিন ৭ উইকেট হারিয়ে ২১৭ রান নিয়ে ব্যাট করতে নামে দিল্লি । ৭ ওভারে ২৫ রান যোগ করে দিল্লি । খেলা যখন বন্ধ হয়ে যায় সেই সময় জন্টি সিধু ৫৩ এবং সুবোধ ভাটি ২৬ রানে ক্রিজে ছিলেন । বাংলা প্রথম ইনিংসে করেছিল ৩১৮ রান । আবহাওয়ার জন্য প্রথম ইনিংসে লিড নেওয়া সুযোগ হাতছাড়া হয় বাংলার । এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল মনোজদের ।


আরও পড়ুন - I LEAGUE 2019-20: লিগ শীর্ষে থাকা মোহনবাগানের সামনে চেন্নাই চ্যালেঞ্জ