Ranji Trophy 2022-23, Bengal vs Baroda: ক্যাপ্টেন মনোজ, লড়াকু সুদীপের ব্যাটে বাংলার ঘরে এল ছয় পয়েন্ট
ম্যাচ জেতার জন্য অভিজ্ঞ মনোজের ব্যাটের দিকে তাকিয়ে ছিল গোটা দল। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির ঘাসের পিচে তরুণ সুদীপকে আগলে রেখে দলের জয় এনে দিলেন মান্নি।
ভদোদরা ২৬৯ ও ৯৮
বাংলা (২৮.৩ ওভার, টার্গেট ২৭৭) ১৯১ ও ৩/১৭৯
বাংলা ৭ উইকেটে জয়ী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাচের তৃতীয় দিন মুকেশ কুমার (Mukesh Kumar) ও ঈশান পোড়েলের (Ishan Porel) জুটি বাংলাকে (Bengal) ফিরিয়ে এনেছিল। ভদোদরা (Baroda) দ্বিতীয় ইনিংস মাত্র ৯৮ রানে গুটিয়ে দেওয়ার জন্য, টার্গেট দাঁড়িয়েছিল ১৭৭ রানের। মুকেশ নেন ৪৩ রানে ৪ উইকেট। ঈশান নেন ২২ রানে ৩ উইকেট। তবে এত কম রান তাড়া করতে নেমে একটা ৫৩ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলা। বেড়েছিল রক্তচাপ। যদিও চতুর্থ দিন দলের মুখে হাসি ফোটালেন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ও তরুণ সুদীপ ঘরামি (Sudip Kumar Gharami)।
ফলে ৭ উইকেটে জিতে ৬ পয়েন্ট নিয়ে চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) এলিট 'এ' গ্রুপের শীর্ষে চলে গেল বাংলা। ৫ ম্যাচে ৩টি জয় ও ২টি ড্র করে, ২৫ পয়েন্ট রয়েছে লক্ষ্মীরতন শুক্লার (Laxmi Ratan Shukla) ছেলেদের ঝুলিতে। যদিও এর আগে দুই ওপেনার অভিষেক দাস (৭) এবং অভিমন্যু ঈশ্বরন (৯) দ্রুত ফিরে যান। অনুষ্টুপ প্রথম ইনিংস ৯০ করলেও এই ইনিংসে মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কিন্তু এরপর সুদীপ ও মনোজ মিলে দলের জয় নিশ্চিত করে দেন।
আরও পড়ুন: Exclusive Rahul Dravid: শেষ একদিনের ম্যাচে বিরাট-রোহিতদের ড্রেসিংরুমে থাকবেন না রাহুল দ্রাবিড়!
ম্যাচ জেতার জন্য অভিজ্ঞ মনোজের ব্যাটের দিকে তাকিয়ে ছিল গোটা দল। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির ঘাসের পিচে তরুণ সুদীপকে আগলে রেখে দলের জয় এনে দিলেন মান্নি। চতুর্থ উইকেটে ১৩৬ রান যোগ করে বঙ্গব্রিগেডের ঝুলিতে ৬ পয়েন্ট এনে দেন দুই ব্যাটার। সুদীপ ১৪০ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংস ১১টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে মনোজের ব্যাট থেকে এসেছে ৬০ রান। ১১৮ বলে খেলা এই ইনিংসে ৮টি চার মেরেছিলেন তিনি। ফলে ৩ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ জিতে যায় বাংলা।
লিগ পর্বে আরও দুটি ম্যাচ খেলবে বাংলা। হরিয়ানা এবং ওড়িশার বিরুদ্ধে ম্যাচ বাকি বাংলার। ১৭ জানুয়ারি থেকে হরিয়ানার বিরুদ্ধে লাহলির বাউন্সি পিচে খেলবেন মনোজরা। ওড়িশার বিরুদ্ধে ম্যাচ ২৪ জানুয়ারি থেকে। সেই দুটি ম্যাচের মধ্যে একটিতে ৬ পয়েন্ট নিতে পারলেই, নক আউটে চলে যাবে বাংলা।