Ranji Trophy 2022-23: আকাশ-ঈশান-মুকেশ, ত্রয়ীর দাপটে হরিয়ানার বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় বাংলা
তৃতীয় দিন সকালে বঙ্গ পেসারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দুই ওপেনার যুবরাজ সিং ও চৈতন্য বিষ্ণোই। প্রথম উইকেটে দু`জন তুলে দেন ১২৯ রান। তবে ফের একবার মোক্ষম সময় জ্বলে ওঠেন আকাশ।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হাতের তালুর মতো চেনা লাহলির চৌধুরী বংশী লাল স্টেডিয়ামে (Chaudhry Bansi Lal Cricket Stadium) যে এভাবে হরিয়ানার কাছে বুমেরাং হবে কে জানত! প্রথমে বোলাররা ঘাসে ভরা বাইশ গজের ফায়দা তুলতে ব্যর্থ হল। এরপর বড় রান চেজ করতে নেমে দুই ইনিংসেই প্রবল ব্যাটিং ভরাডুবির মুখে হরিয়ানা (Haryana)। সৌজন্যে বাংলার (Bengal) দাপুটে জোরে বোলিং। প্রথম ইনিংসের মতো এবারও বাইশ গজে আগুন ঝারালেন আকাশ দীপ (Akash Deep)। আর তাঁকে যোগ্য সঙ্গত দিলেন বাকি দুই পেসার ঈশান পোড়েল (Ishan Porel)। ফলে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে ৭ উইকেট হারিয়ে একেবারে ব্যাকফুটে হরিয়ানা। ফলে বাংলা এই মুহূর্তে ৭৯ রানে এগিয়ে রয়েছে। চতুর্থ দিন বিপক্ষকে ৭৯ রানে অল আউট করতে পারলেই, বঙ্গ ব্রিগেডের ঝুলিতে চলে আসবে কাঙ্খিত সাত পয়েন্ট।
অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) ২৪৫ বলে ১৪৫ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৪১৯ রান তোলে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানার প্রথম ইনিংস মাত্র ১৬৩ রানে শেষ হয়ে যায়। আকাশ ৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ফলে ২৫৬ রানে এগিয়ে থাকার সুবাদে বিপক্ষকে ফলো অন করান অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ও কোচ লক্ষ্মী রতন শুক্লা (Laxmi Ratan Shukla)।
আরও পড়ুন: Exclusive, Shubman Gill 208: বিশেষ এক ওষুধে এল দাপুটে দ্বিশতরান! জানালেন শুভমনের গর্বিত বাবা
আরও পড়ুন: Hardik Pandya Out Controversy, IND vs NZ: হার্দিকের আউট নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া, গর্জে উঠলেন স্ত্রী নাতাশা
তবে তৃতীয় দিন সকালে বঙ্গ পেসারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দুই ওপেনার যুবরাজ সিং ও চৈতন্য বিষ্ণোই। প্রথম উইকেটে দু'জন তুলে দেন ১২৯ রান। তবে ফের একবার মোক্ষম সময় জ্বলে ওঠেন আকাশ। ৫৫ রানে ব্যাট করা চৈতন্য ফিরিয়ে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন। ৭৮ রানে মুকেশের বলে ফিরে যান যুবরাজ। এরপর হরিয়ানার আর কোনও ব্যাটার। শেষ ৪৮ রানে ৭ উইকেট তুলে নেয় বাংলা। তিন পেসারের দাপটে ৭৯ রানে এগিয়ে রয়েছে বঙ্গ ব্রিগেড। বিপক্ষের হাতে রয়েছে মাত্র তিন উইকেট। ফলে বাংলা যে সাত পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামবে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।
এই মুহূর্তে এ গ্রুপে ৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলা। সঙ্গে রয়েছে তিনটি জয় ও দুটি ড্র। হরিয়ানার বিরুদ্ধে চতুর্থ জয় পেয়ে গেলেই, নক আউটে চলে যাবে মনোজ তিওয়ারির দল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)