নিজস্ব প্রতিবেদন: চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022) প্রথম সেমিফাইনালে শেষ হাসি হেসেছে মধ্যপ্রদেশ। তারা ১৭৪ রানে বাংলাকে হারিয়ে চলে গিয়েছে ফাইনালে। শনিবার একই দিনে দ্বিতীয় সেমিতে উত্তরপ্রদেশ ও মুম্বই ম্যাচ ড্র হয়ে যায়। প্রথম ইনিংসে এগিয়ে থাকার (১৮০ রান) সুবাদে পৃথ্বী শ'রা চলে গেলেন ফাইনালে। আগামী ২২-২৬ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে মুম্বই-মধ্যপ্রদেশ। রঞ্জির ইতিহাসে সফলতম দল মুম্বই। ৪১ বারের চ্যাম্পিয়ন তারা। এই নিয়ে ৪৭ তম ফাইনাল খেলছে মুম্বই।
 
মুম্বইকে ফাইনালে তোলার অন্যতম কারিগর বছর কুড়ির মুম্বইয়ের ব্যাটার যশস্বী জয়সওয়াল। উত্তরপ্রদেশের বিরুদ্ধে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। মুম্বইয়ের নবম ব্যাটার হিসাবে ব্যাক-টু-ব্যাক ইনিংসে সেঞ্চুরির রেকর্ড করলেন যশস্বী। প্রথম ইনিংসে তিনি ২২৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে যশস্বীর ব্যাট থেকে আসে ৩৭২ বলে ১৮১ রান। যশস্বী নাম লেখালেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিনোদ কাম্বলি, অজিঙ্কা রাহানে ও ওয়াসিম জাফরদের ক্লাবে। মুম্বই এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৯৩ রান করে। জবাবে উত্তরপ্রদেশ ১৮০ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে মুম্বই ৪ উইকেট হারিয়ে ৫৩৩ রান করে ডিক্লেয়ার করে। ম্যাচের সেরা হয়েছেন যশস্বী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Pranab Roy: 'রঞ্জি বড় কথা নয়, বাংলার ক'জন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে? ঋদ্ধির পর আর নাম নেই!'


আরও পড়ুনদ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় বাংলার, রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই মনোজ-অভিমন্যুদের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)