জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) গ্রুপ পর্বের খেলা শেষ। ৪১ বারের রঞ্জি জয়ী দল মুম্বই (Mumbai) প্রথম রাউণ্ড থেকেই এবার বিদায় নিল। তবে বাংলা-সহ (Bengal) আরও সাতটি দল নক আউটে কোয়ালিফাই করেছে। শেষ আটের লড়াইয়ে নামার আগে পাশের রাজ্য ওডিশার (Odisha) কাছে লজ্জার হার হজম করেছে মনোজ তিওয়ারির (Manoj Tiwary) দল। এবার কোয়ার্টার ফাইনালে বাংলার সামনে আর এক পাশের রাজ্য ঝাড়খণ্ড (Jharkhand)। ৩১ জানুয়ারি ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামবে বাংলা। গত বছরও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলা এবং ঝাড়খণ্ড। সেই ম্যাচে রেকর্ড গড়েছিলেন বাংলার ব্যাটাররা। ৯ জন ব্যাটার অর্ধশতরানের বেশি রান করেছিলেন। ইডেনে সেই স্মৃতি নিয়েই মাঠে নামবে বঙ্গব্রিগেড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিসিসিআই-এর (BCCI) তরফ থেকে সেমি ফাইনাল ও মেগা ফাইনালের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। তবে ভেন্যু এখনও ঠিক করা হয়নি। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুটি সেমি ফাইনাল। ফাইনাল আয়োজিত হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। এর আগে দেখে নিন পুরো নক আউটের সূচি। 


আরও পড়ুন: Ranji Trophy 2022-23: একরাশ লজ্জা! ফের ব্যর্থ ব্যাটিং-বোলিং, ওডিশার কাছে ইডেনে সাত উইকেটে হারল বাংলা


আরও পড়ুন: Chris Gayle: বর্ধমানের বুকে 'ক্রিস গেইল স্ট্রম'! কেন আসছেন, কবে আসছেন 'দ্য ইউনিভার্স বস'?


রঞ্জির কোয়ার্টার ফাইনালের সূচি:-


তারিখ                               ম্যাচ                               ভেন্যু 


৩১ জানুয়ারি              বাংলা বনাম ঝাড়খণ্ড           ইডেন গার্ডেন্স 


৩১ জানুয়ারি              সৌরাষ্ট্র বনাম পঞ্জাব          রাজকোট স্টেডিয়াম 


৩১ জানুয়ারি            কর্ণাটক বনাম উত্তরাখণ্ড      চিন্নাস্বামী স্টেডিয়াম 


৩১ জানুয়ারি          মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ    হোলকার স্টেডিয়াম 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)