জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানাকে এক ইনিংস ও ৫০ রানে হারিয়ে চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা (Bengal vs Haryana)। শুক্রের সকালেই বাংলার একেবারে 'ফ্রাইডে ব্লকবাস্টার' বাংলার ক্রিকেট ফ্যানদের দুরন্ত ক্রিকেট উপহার দিয়েছে মনোজ তিওয়ারি (Manoj Tiwary) অ্যান্ড কোং। হরিয়ানার লাহলির চৌধুরী বংশী লাল স্টেডিয়ামে (Chaudhry Bansi Lal Cricket Stadium) দুই ইনিংসে আগুন ঝরিয়েছেন বাংলার তিন পেসার আকাশ দীপ (Akash Deep), মুকেশ কুমার (Mukesh Kumar) ও ঈশান পোড়েল (Ishan Porel)। ম্যাচের পর জি ২৪ঘণ্টা ডিজিটালের সঙ্গে ফোনে কথা বললেন অধিনায়ক মনোজ ও বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী (Saurasish Lahiri)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাহলির চৌধুরী বংশী লাল স্টেডিয়াম নামটা শুনলেই ব্যাটারদের বুক রীতিমতো কেঁপে যায়। ভারতের ঘরোয়া ক্রিকেটের মাত্র কয়েকটি ভেন্যুর মধ্যে লাহলির পিচে জোরে বোলারদের দাপট দেখা যায়। মনোজ গর্বিত তাঁর টিমের তিন পেসার নিয়ে। বলছেন আগামীতে তাঁরা ভারতীয় ক্রিকেট কাঁপাবেন। মনোজ বলছেন, 'দেখুন লাহলিতে স্পোর্টিং উইকেট পেয়েছি। এটা কিন্তু আগের লাহলি নয়। আগে এখানে পিচে ঘাস থাকত, ভেজা পিচে দেড়-দু'দিনেই খেলা শেষ হয়ে যেত। এখন সেরকম নয়। সার্বিক ভাবে আমরা ভালো পারফর্ম করেছি। সবাই অবদান রেখেছে দলে। বোলাররা সত্যিই অসাধারণ। ২০ উইকেট পাওয়া কিন্তু সহজ কথা নয়। রুকুর প্রথম ইনিংসের ব্যাটিং ছিল দুর্দান্ত। আমি বরাবর বলে এসেছি যে, বোলারদের ৩৫০ রান দিতে পারলে, ওরা ২০ উইকেট বার করে আনবেই। কেউ রুখতে পারবে না। আমরা জিতবই জিতব। দলের পারফরম্য়ান্সে  সত্যিই খুব খুশি। বাংলার তিন পেসারেরই  ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা সেটা দেখতেই পাচ্ছি। তারা পুরস্কারও পাচ্ছে পারফরম্যান্সের। আকাশ দীপ আইপিএল দলে আছে। ওরা যেভাবে পারফর্ম করছে আগামীতে হয়তো ইন্ডিয়া এ দলের হয়ে খেলবে। পোড়েল তো বোর্ড প্রেসিডেন্ট দলে খেলেছে, ইন্ডিয়া এ খেলেছে। শরীর খারাপের জন্য শর্টার ফরম্যাটে খেলতে পারেনি। এই তিন পেসার যদি ৮০ শতাংশও দিতে পারে, আমাদের আটকানো কঠিন হবে। এরকম হলে অধিনায়কত্ব করতেও ভালো লাগে। যখন পরিকল্পনাগুলি ঠিকঠাক কাজে লাগে। আমি দলের তরুণদের সঙ্গে সবসময় কথা বলি। সব অভিজ্ঞতাই শেয়ার করি। যাতে ভুল না হয়, ভুল করলেও ফিরে আসতে পারে বা ভুলের দিকে এগিয়ে যেতে না হয় ওদের। 


আরও পড়ুন: Ranji Trophy 2022-23: আকাশ দীপের দুই ইনিংসে ১০ উইকেট, হরিয়ানাকে হেলায় হারিয়ে নক আউটে বাংলা