নিজস্ব প্রতিবেদন : রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে নজির গড়লেন আফগান স্পিনার রশিদ খান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও রশিদ খানের দাপটেই আইরিশদের হোয়াইটওয়াশ করল আফগানরা। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করলেন টি-টোয়েন্টির এক নম্বর বোলার। শুধু তাই নয় কুড়ি-কুড়ি ক্রিকেটে পর পর চার বলে চার উইকেট নিয়ে রেকর্ডই গড়ে ফেললেন রশিদ। তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে চার বলে চার উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এদিন তাঁকেও ছুঁয়ে ফেললেন রশিদ খান।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের ১৬ তম ওভারের শেষ বলে কেভিন ও ব্রায়েনকে আউট করেন রশিদ খান৷ এরপর ১৮তম ওভারের প্রথম তিন বলে তিনি পর পর জর্জ ডকরেল, শেন গেটকেট ও সিমি সিংকে আউট করেন তিনি। চার বলে চার উইকেট তুলে নেন রশিদ খান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে সাতটি হ্যাটট্রিক হয়ে গেল। তবে স্পিনার হিসেবে এই প্রথম হ্যাটট্রিক করলেন কোনও বোলার। ব্রেট লি, জেকব ওরাম, টিম সাউদি, থিসারা পেরেরা, ফাহিম আসরাফা, লাসিথ মালিঙ্গার পর টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন রশিদ খান। এদিন
সব মিলিয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৫টি উইকেট নেন আইসিসি-র এক নম্বর টি-টোয়েন্টি বোলার৷



তেমনই পর পর চার বলে চার উইকেট কুড়ি-কুড়ির ক্রিকেটে আর কারও নেই৷ একদিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা চার বলে চার উইকেট নিয়েছিলেন৷ আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়বার সেই নজির গড়ে লঙ্কান পেসারকে ছুঁলেন আফগান স্পিনার।


আরও পড়ুন - দক্ষিণ আফ্রিকার মতো পাকিস্তানকেও নির্বাসিত করা হোক! দাবি তুললেন COA প্রধান বিনোদ রাই