জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজে ৪-১ উড়িয়েছে টিম ইন্ডিয়া। গত রবিবার ছিল সিরিজের শেষ তথা পঞ্চম ম্য়াচ। দু'দিনের বিশ্রাম নিয়েই সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav) অ্য়ান্ড কোং বুধবার অর্থাৎ আজ উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলেছে (India Squad For South Africa Tour) এবার। নেলসন ম্য়ান্ডেলার দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত খেলা হবে। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু'টি টেস্ট খেলবে। টি-টোয়েন্টি দলে রয়েছেন ভারতের তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণোই। সিংহের দেশে মাঠে নামার আগেই দারুণ সুখবর পেয়ে গেলেন যোধপুরের বছর তেইশের স্পিনার। আফগান স্টার রশিদ খানকে (Rashid Khan) সরিয়ে হয়ে গেলেন বিশ্বের এক নম্বর টি২০আই বোলার (No. 1 bowler in ICC T20I)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH: হাতে বল ধরেই খেলা শেষ, ক্রিকেটে ফের ঐতিহাসিক আউট! মুশফিকুর যেন মহিন্দর



গত সপ্তাহে আইসিসি-র ক্রমতালিকায় পাঁচে ছিলেন লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) স্পিনার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচে নয় উইকেট নিয়ে বিষ্ণোই পকেটে পুড়েছেন আরও ৩৪ পয়েন্ট। যার সুবাদে বিষ্ণোইয়ের মোট পয়েন্ট এখন ৬৯৯। তিনি সাত পয়েন্টে রশিদকে (৬৯২ পয়েন্ট) পিছনে ফেলে, লাফ দিয়ে চলে এলেন একে। রশিদ চলতি বছর মার্চ থেকেই টি২০আই ব়্য়াঙ্কিংয়ের মগডালে ছিলেন। তাঁর জায়গা এবার চলে গেল। জসপ্রীত বুমরার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিষ্ণোই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এক নম্বর আসন দখল করলেন। বিষ্ণোই কিন্তু আসন্ন টি২০ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার প্রবল দাবিদার হয়ে উঠেছেন। অক্ষর প্য়াটেল, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের সঙ্গেই তাঁর প্রবল প্রতিযোগিতা হবে। আইসিসি টি২০আই ব়্য়াঙ্কিংয়ে তিনে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা, চারে ইংল্য়ান্ডের আদিল রশিদ ও পাঁচে শ্রীলঙ্কার মহেশ থিকসানা।


অন্য়দিকে ব্য়াটারদের তালিকায় একেই বিরাজমান দেশের স্ট্য়ান্ড-ইন ক্য়াপ্টেন সূর্যকুমার যাদব। দুয়ে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তিনে দক্ষিণ আফ্রিকার আইদেন মারক্রম। চারে পাক তারকা বাবর আজম ও পাঁচে দক্ষিণ আফ্রিকার রিলি রোসু। ব্য়াটারদের তালিকায় প্রথম দশে আছেন আরেক ভারতীয়। তিনি তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। টি২০আই অলরাউন্ডারদের তালিকায় একে আছেন সাকিব আল হাসান, দুয়ে আফগানিস্তানের মহম্মদ নবি। তিনে হার্দিক পাণ্ডিয়া, চারে মারক্রম ও পাঁচে অজি তারকা মার্কাস স্টোইনিস।


আরও পড়ুন: SA vs IND: সবার আগে তাঁর বাবা, সূর্যরা উড়ে গেলেও দেশেই নক্ষত্র পেসার, তিনি কি খেলবেন?



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)