বিশ্বকাপের দল! ১৫ নয় ১৬ জনে ভরসা রবি শাস্ত্রীর
তিনি বলেন, ``যারা প্রথম একাদশে থাকবে না, তাদের হতাশ হওয়ার মতো কিছু নেই। ক্রিকেটে চোটের আশঙ্কা থেকেই যায়। ফলে প্রথম একাদশের কোনও ক্রিকেটার চোট পেলে তার
নিজস্ব প্রতিবেদন : ১৫ জনের বদলে তিনি ১৬ জনকে নিয়ে স্কোয়াড গড়ার পক্ষপাতি। তবে সেই সুযোগ নেই। কারণ, আইসিসির নিয়মে স্পষ্ট বলা রয়েছে, স্কোয়াড ঘোষণা করতে হবে ১৫ জনকে নিয়ে। গত সোমবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দলে ছিলেন না ঋষভ পন্থ, অম্বাতি রায়াড়ুর মতো ক্রিকেটার। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল। পরে চাপের মুখে পড়ে সিদ্ধান্ত বদল করে নির্বাচক কমিটি। পন্থ ও রায়াড়ুকে স্ট্যান্ড বাই হিসাবে বিশ্বকাপ দলে নেওয়া হয়। নভদীপ সাইনকেও স্ট্যান্ড-বাই হিসাবে রাখা হয়েছে।
আরও পড়ুন- ICC World Cup 2019: চমকহীন দল! ইংল্যান্ডের প্রাথমিক বিশ্বকাপ দলে নেই জোফ্রা আর্চার
রবি শাস্ত্রী বলছেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে ১৬ জনের স্কোয়াড গড়তেন। শাস্ত্রী এও বলেন, তিনি আইসিসিকে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণার পরামর্শ দিয়েছিলেন। শাস্ত্রী বলছিলেন, ''বিশ্বকাপ এতদিন ধরে চলা একটি টুর্নামেন্ট। ১৬ জন ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড গড়ার ব্যাপারে ভাবনা-চিন্তা করাই যেত। আইসিসিকে আমি সে কথা বলেছিলাম। কিন্তু আইসিসি নির্দেশ দেয়, ১৫ জনের স্কোয়াড নিয়েই বিশ্বকাপে যেতে হবে।''
আরও পড়ুন- হারে জেরবার দল, পার্টিতে অধিনায়ক! সমালোচনার শিকার বিরাট কোহলি
প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের সুযোগের ব্যাপারেও কথা বলেন শাস্ত্রী। তিনি বলেন, ''যারা প্রথম একাদশে থাকবে না, তাদের হতাশ হওয়ার মতো কিছু নেই। ক্রিকেটে চোটের আশঙ্কা থেকেই যায়। ফলে প্রথম একাদশের কোনও ক্রিকেটার চোট পেলে তার জায়গায় অন্য কেউ সুযোগ পেতেই পারে