ওয়েব ডেস্ক: অনিল কুম্বলে পরবর্তীকালে অনেক টালবাহানার পর শেষপর্যন্ত ভারতীয় দলের নতুন কোচ নির্বাচিত হলেন রবি শাস্ত্রী। যদিও তারপরেও এখন বিতর্ক রয়েছে, তাঁর সহকারি নির্বাচন নিয়ে। এসবের মাঝেই যদি জিজ্ঞেস করি, জানেন কি, ভারতীয় দলের নতুন কোচ রবি শাস্ত্রীর মাইনে বা বেতন কত হল জানেন? প্রায় সাত কোটি টাকা। হ্যাঁ, রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হল ২ বছরের। আর সেই চুক্তি মতো বছরে প্রায় ৭ কোটি টাকা মাইনে পাবেন রবি শাস্ত্রী। তিনি যখন এর আগেও ভারতীয় দলের সঙ্গে টেকনিক্যাল অ্যাডভাইসার হিসেবে যুক্ত ছিলেন, তখনও এই মাইনেটাই পেতেন। পরবর্তীতে অনিল কুম্বলেও পেতেন প্রায় একই পরিমান মাইনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আইপিএলে চেন্নাইয়ের ফিরে আসাটা নিজের স্টাইলে সেলিব্রেট করলেন ধোনি


যদিও সূত্রের খবর, গত মে-মাসে অনিল কুম্বলে যখন বিসিসিআই কর্তাদের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনায় বসেছিলেন, তখন নাকি তিনি বার্ষিক ৯ কোটি টাকা মাইনে বাবদ চেয়েছিলেন বিসিসিআইয়ের কাছে।


আরও পড়ুন  শ্রীলঙ্কা সফরের আগে কী বললেন অজিঙ্কা রাহানে, জানুন