জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেনিংটন ওভালে (Oval) প্যাট কামিন্সের  (Pat Cummins) অস্ট্রেলিয়ার কাছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত ২০৯ রানে হেরেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC 2023 Final)। ব্যাক-টু-ব্যাক আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিনিশিং লাইন টপকাতে পারল না খাতায়-কলমে বিশ্বের এক নম্বর টিম। ভারতের ভরাডুবির পরেই ফের একবার আইপিএল বনাম দেশ ইস্যু মাথাচাড়া দিয়েছে। দেখতে গেলে আইপিএল শেষ করেই রোহিত শর্মা বিরাট কোহলিরা এসেছিলেন ব্রিটিশভূমে। চেতেশ্বর পূজারা বাদে দলের সকলেই খেলেছেন আইপিএল (IPL 2023)। দেখতে গেলে প্রস্তুতির কোনও সময়ই পাননি রোহিতরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সেভাবে নেট না করেই মাঠে নেমে পড়ার ফল ভুগতে হল টিম ইন্ডিয়াকে। এবার আইপিএল বনাম দেশ ইস্যুতে বিস্ফোরক রবি শাস্ত্রী (Ravi Shastri)। ৮৩-র বিশ্বকাপ জয়ী ও রোহিতদের প্রাক্তন কোচ সাফ বলছেন যে, আইপিএল মিস করতে হবে! অস্ট্রেলিয়া দলের অধিকাংশ ক্রিকেটারই টেস্ট বিশ্বযুদ্ধের আগে ছিলেন বিশ্রামে। নিজেদের মধ্যে দল করে প্রস্তুতি সেরেছেন। ফলে তাঁরা অনেক চাঙ্গা হয়েই ওভালে নেমেছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WTC 2023 Final | Sunil Gavaskar: 'আইপিএলে তো বেস্ট অফ থ্রি'র কথা বলে না', রোহিতকে চরম কটাক্ষ সানির!


শাস্ত্রী সম্প্রচারকারী চ্যানেলে বলেনে, 'দেখুন এটা কোনও দিন হবে না। বাস্তববাদী হতে হবে আমাদের। আইপিএল ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাঝে ২০ দিন সময়ই পাওয়া যাবে। সেক্ষেত্রে আইপিএল মিস করতে হবে। এটা প্লেয়ারকেই বেছে নিতে হবে। পাশাপাশি বিষয়টি প্রতিষ্ঠানকেও ভাবতে হবে। আমি নিশ্চিত বিসিসিআই ভবিষ্যতে এই নিয়ে পর্যালোচনা করবে। যদি ডব্লিউটিসি ফাইনাল আইপিএলের পর জুন মাসে হয়, সেই মরসুমে ভারত যদি ফাইনালের জন্য কোয়ালিফাই করে, তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলিকে নিশ্চিত ভাবে কিছু ভাবনাচিন্তা করতে হবে।'  রোহিত ডব্লিউটিসি ফাইনাল হেরে বলেছেন, 'দেখতে গেলে এরকম ফাইনালের আগে প্রস্তুতির জন্য় অনেক সময় লাগে। গতবার আমরা ইংল্যান্ডে গিয়ে যেটা করেছিলাম। আমরা ২৫-৩০ দিন পেয়েছিলাম প্রস্তুতি নেওয়ার জন্য। সকলেই ফল দেখেছে। শেষ ম্যাচ ভেস্তে যাওয়ার আগে আমরা ২-১ এগিয়ে ছিলাম। আমাদের ভালো সময় দরকার। বোলারদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। টেস্ট ক্রিকেটে একটা শূঙ্খলা প্রয়োজন। শামি, সিরাজ ও উমেশরা যথেষ্ট অভিজ্ঞ। কিন্তু তাদেরকেও ধারাবাহিক ভাবে ঠিক জায়গায় বল করে, ব্যাটারদের চ্যালেঞ্জ জানানোর জন্য় সময় প্রয়োজন। আমি চাইব এরকম ফাইনালের আগে ২০-২৫ দিনের প্রস্তুতি সারতে।'রোহিত কোথাও বুঝিয়েই দিলেন যে, আইপিএল শেষ করেই লন্ডনে এসে খেলতে গিয়ে ডুবলেন তাঁরা।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)