নিজস্ব প্রতিবেদন: আসন্ন আইপিএলে (IPL 2022) ফের ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে রবি শাস্ত্রীকে (Ravi Shastri)। দীর্ঘ সাত বছর পর মাইক্রোফোন হাতে দেখা যাবে বিরাট কোহলিদের (Virat Kohli) প্রাক্তন হেডস্যারকে। ভারতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব সামলানোর জন্য শাস্ত্রী এতগুলি বছর ধারাভাষ্য দিতে পারেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডের সংবিধান মেনে জাতীয় দলের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তির পক্ষে আইপিএলে কোনও দায়িত্বে থাকা সম্ভব নয়। এমনটা করলে সেই ব্যক্তিকে 'স্বার্থের সংঘাত'-এ (Conflict of interest) জড়াতে হবে। 'স্বার্থের সংঘাত' ইস্যুতে এবার বোর্ডের বিরুদ্ধে তোপ দাগলেন অগ্নিশর্মা শাস্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, "এটা আইপিএলের ১৫ তম সংস্করণ। আমি প্রথম ১১ বছর ধারাভাষ্য দিয়েছি। কিন্তু কিছু বোকা স্বার্থের সংঘাত রয়েছে বোকা সংবিধানে। যা আমাদের বেঁধে রাখে। যার জন্য় বিগত কয়েক বছর আমি ধারাভাষ্য দিতে পারিনি।" ধারাভাষ্যকার হিসাবে যে শাস্ত্রী অত্যন্ত জনপ্রিয় এবং অভিজ্ঞ এই নিয়ে কোনও সন্দেহ নেই। বিগত ডিসেম্বরেও এই ইস্যুতে শাস্ত্রী সুর চড়িয়ে ছিলেন। 


শাস্ত্রীর সঙ্গে সুরেশ রায়নাকেও (Suresh Raina) পাওয়া যাবে আইপিএলে ধারাভাষ্যকার হিসাবে। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটারেরও ভূয়সী প্রশংসা করেছেন শাস্ত্রী। তিনি বলছেন, "রায়নাকে মিস্টার আইপিএল বলা হয়। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। ও আইপিএলকে উজ্জ্বল করেছে। একটা ম্যাচ মিস না করে ধারাবাহিক ভাবে এক দলের হয়ে খেলাটা নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। ও আইপিএলের অন্যতম সর্বোচ্চ রানশিকারি।" শাস্ত্রী ধারাভাষ্যকার হিসাবে প্রত্যাবর্তন করতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত।


আরও পড়ুন: IPL 2022, Lucknow Super Giants: KL Rahul-কে কড়া হুঁশিয়ারি দিলেন Gautam Gambhir!


আরও পড়ুনIPL 2022: ফ্যানদের জন্য বিরাট সুখবর, আইপিএলে ফিরছে দর্শক! জেনে নিন টিকিটের দাম


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)