অস্ট্রেলিয়ায় বাদ রোহিত, শাস্ত্রীর জবাব `দল নির্বাচনে আমার অধিকার নেই`
রবি শাস্ত্রী বলেন, `দল নির্বাচনে আমার কোনও অধিকার নেই। এই বিষয়টা নির্বাচক কমিটির অধীনে।`
নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা বাদ পড়ায় বিতর্কের ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটমহলে। তবে সেই বিতর্কের দায় এড়িয়ে গেলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া। ২৭ নভেম্বর থেকে শুরু একদিনের সিরিজ। অথচ টেস্ট-ওয়ানডে-টি২০ তিনটি ফরম্যাটের কোনওটাতেই নেই রোহিত শর্মা। ভারতীয় দল ঘোষণা হওয়ার পরই হিটম্যানকে বিশ্রাম দেওয়া নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
আরও পড়ুন- বিরুষ্কা সম্পর্কে গাভাসকারের মন্তব্যকে একহাত শাস্ত্রীর
চলতি আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রোহিত শর্মা। ধীরে ধীরে চোট সারিয়ে উঠছেন হিটম্যান। অস্ট্রেলিয়া সিরিজ শুরু হতে যদিও হাতে কয়েকটা দিন সময় রয়েছে। তবে রোহিতের চোটের কথা ভেবে তাকে কোনও ফরম্যাটেই রাখেনি সৌরভের বোর্ডের নির্বাচক কমিটি। এ প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, "দল নির্বাচনে আমার কোনও অধিকার নেই। এই বিষয়টা নির্বাচক কমিটির অধীনে। রোহিতের মেডিক্যাল রিপোর্ট দেখেই নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে। চোট নিয়ে অস্ট্রেলিয়া সফরে খেললে রোহিতের বিপদ বাড়তে পারে।"
আরও পড়ুন- IPL 2020: দুরন্ত ব্যাটিং করেও বিতর্কে জড়ালেন ক্রিস গেইল, কি বলছে ক্রিকেটমহল?
অস্ট্রেলিয়া সফরে ৩টি একদিনের ম্যাচ, ৩টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৪টি টেস্ট ম্যাচের সিরিজ খেলবেন কোহলিরা। রোহিত শর্মার পরিবর্তে সীমিত ওভারের ফরম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল।