Ravi Shastri | KL Rahul: `কোনও প্রয়োজন নেই দলে, সরিয়ে দাও একদম`! ঠোঁটকাটা শাস্ত্রীর সাফ কথা
Ravi Shastri`s blunt and brutal verdict on KL Rahul situation: কেএল রাহুলকে কোনও দরকার নেই। তাঁর বদলে খেলানো হোক শুভমান গিলকে। সাফ জানিয়ে দিলেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন হেড কোচ বলে দিচ্ছেন যে, শুভমান গিল এবার খেলুক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী পয়লা মার্চ থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। ইতিমধ্যেই বর্ডার-গাভাসকর (Border Gavaskar Trophy, BGT 2023) ট্রফি ভারতের ঝুলিতে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মারা ২-০ এগিয়ে। দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দলের মাথাব্যথার একমাত্র কারণ একজনই। তিনি কেএল রাহুল (KL Rahul)। দলের স্টার ওপেনার শুধু নাগপুর বা দিল্লিতেই ওপেন করতে নেমে ব্যর্থ হননি। পরিসংখ্যান বলছে বিগত সাত ইনিংসে রাহুলের মোট রান ৯৫। টিম ম্য়ানেজমেন্ট যদিও সাফ বলে দিয়েছে যে, এরপরেও রাহুলের ওপরেই আস্থা থাকবে। তিনি থাকছেন। ইন্দোর-আহমেদাবাদ টেস্টে রাহুল দলে থাকলেও, তিনি আর ভাইস-ক্যাপ্টেন নন। ঘটনাচক্রে রোহিতের আর কোনও ডেপুটিই নেই। রোহিত প্রয়োজন মনে করলে তাঁর ডেপুটি রাখতে পারেন। রাহুল পরের পর হতশ্রী পারফরম্যান্স করেও খেলে যাচ্ছেন। অথচ ডাগআউট দারুণ ফর্মে থাকা শুভমান গিল (Shubman Gill)। রাহুল থেকে সহ-অধিনায়ক থিয়োরি হয়ে গিলের বেঞ্চে বসে থাকা। এসব নিয়েই অকপট ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। আইসিসি রিভিউ পোডকাস্টে শাস্ত্রী ধুয়ে দিলেন টিম ম্য়ানেজমেন্টকে!
আরও পড়ুন: Sourav Ganguly | Team India: ঘটবে ঠিক এটাই, খণ্ডানো যাবে না কিছুতেই! মহাভবিষ্যদ্বাণী মহারাজের
'ভাইস-ক্যাপ্টেনের ব্যাপরটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। ওরা জানে রাহুলের কী ফর্ম বা ওর মানসিক অবস্থা কীরকম! ওরাই জানে যে, ওরা শুভমন গিলের মতো একজনকে কীভাবে দেখছে! আমি সবসময় মনে করেছি যে, ভারতে ভাইস-ক্যাপ্টেন নিয়োগের কোনও প্রয়োজন নেই। আমি সেরা একাদশ বেছে নেব। যদি ক্যাপ্টেনকে মাঠ ছাড়তে হয়, দরকারে সেটাই হবে। এত বেশি সময় দিয়ে প্রতিযোগিতা তৈরি করার কোনও মানে হয় না। যদি ভাইস-ক্যাপ্টেন পারফর্ম করতে না পারে, তাহলে তার জায়গায় অন্য কেউ আসতে পারে। ওই ভাইস-ক্যাপ্টেন ট্যাগের কোনও দরকার নেই। শুভমান গিল আগুনে ফর্মে আছে। ও নিক চ্যালেঞ্জ। ওকে দরজায় ভেঙে ঢুকতে হবে দলে। এবার ওতো ভাইস-ক্যাপ্টেন নয়, দেখা যাক টিম ম্য়ানেজমেন্ট কী করে। ওদের ফর্ম দেখতে হবে। মনের অবস্থা দেখতে হবে। রাহুল দুর্দান্ত ক্রিকেটার। তেমনই প্রতিভাবান। তবে সেটা রেজাল্ট এবং ধারাবাহিকতায় পরিণত করতে হবে। ভারতে প্রতিভার কোনও অভাব নেই। রাহুল বলে নয়, মিডল অর্ডারে ও বোলিং লাইন-আপেও অনেকে আছে।'
এক নজরে ভারতের বাকি দুই টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।