নিজস্ব প্রতিবেদন: এই নিয়ে টানা তিনটে সীমিত ওভারের সিরিজে ভারতীয় দলে নেই রবিচন্দ্রন অশ্বিন। শুরুর দিকে ভারতীয় নির্বাচকরা বলেছিলেন, তাঁকে বিশ্রাম দেওয়া হচ্ছে। কিন্তু, পরে দেখা যায়, অশ্বিন চুটিয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন। তাই অশ্বিনকে আসলে এমএসকে প্রসাদ অ্যান্ড কোম্পানি বিশ্রাম দিচ্ছেন নাকি সীমিত ওভারের ক্রিকেটে বাদ দিচ্ছেন, এই মুহূর্তে এটা ভারতীয় ক্রিকেটের একটা বিতর্কের বিষয়। এইরকম পটভূমিতে একটি সাক্ষাতকারে রবিচন্দ্রন অশ্বিন প্রাক্তন ভারতীয় দলের কোচ এবং বোলার অনিল কুম্বলে সম্পর্কে যা বলেছেন, তাতে আপনার অশ্বিনের জন্য খানিকটা গর্ব হতেই পারে। প্রসঙ্গত, এখনও পর্যন্ত ৫২টি টেস্ট ম্যাচ খেলে অশ্বিন ২৯২টি উইকেট পেয়েছেন। সেখানে অনিল কুম্বলের টেস্ট উইকেট সংখ্যা ৬১৯।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রবিবার ওয়াংখেড়েতে মাঠে নামলেই ডাবল সেঞ্চুরি করবেন বিরাট কোহলি


একটি সাক্ষাতকারে অশ্বিন বলেছেন, 'আমি অনিল কুম্বলের বিরাট বড় ভক্ত। লোকটা টেস্ট ক্রিকেটে ৬১৯টি উইকেট পেয়েছেন! চাট্টিখানি কথা তো নয়। যদি আমি কোনওদিন টেস্টে ৬১৮টি উইকেট পাই, তাহলে সেটাই হবে আমার শেষ টেস্ট ম্যাচ।' আপনাকে কেন একদিনের সিরিজ বা টি২০ সিরিজে ভারতীয় দলে দেখা যাচ্ছে না? এই প্রশ্ন করা হলে অশ্বিন কোনও বিতর্ক না বাড়িয়ে বলেন, 'আমার কাজ খেলা। এই বিষয়ে মন্তব্য করার কোনও এক্তিয়ার আমার নেই। আমি রোজ আরও বেশি পরিশ্রম করছি। আরও ভাল ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলছি। এটাই আমার একমাত্র কাজ। আর আমি সেই কাজটাই নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি।'


আরও পড়ুন  কলকাতায় স্বপ্নের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ব্রাজিল জার্মানি