নিজস্ব প্রতিবেদন: আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমি ফাইনালে প্যারি সাঁ জাঁ-র মুখোমুখি আরবি লাইপজিগ। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কনফার্ম করতে মরিয়া নেইমার-এমবাপেরা। ১৯৯৫ সালে শেষচারের লড়াইয়ে এসি মিলানের কাছে হেরেছিল পিএসজি। দীর্ঘ ২৫ বছর পর এবার শেষ চারের বাধা টপকে ফাইনালে ওঠার হাতছানি পিএসজি-র সামনে। তবে নেইমারদের কাজটা মোটেই সহজ হবে না। প্রতিপক্ষ আরবি লাইপজিগ মাত্র ১১ বছর আগে পথ চলা শুরু করেছে। ইউরোপ সেরার আসরে দ্বিতীয়বার খেলতে নেমেই সেমি ফাইনালে পৌঁছে গিয়েছে জার্মান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী লাইপজিগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


#আজ কোথায় হবে পিএসজি বনাম আরবি লাইপজিগ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমি ফাইনাল ম্যাচটি?
পিএসজি বনাম আরবি লাইপজিগ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমি ফাইনাল ম্যাচটি হবে লিসবনে (পর্তুগাল)।
#কখন শুরু পিএসজি বনাম লাইপজিগ ম্যাচ?
ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে শুরু হবে পিএসজি বনাম লাইপজিগ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
#কোথায় দেখবেন পিএসজি বনাম লাইপজিগ ম্যাচ Live?
পিএসজি বনাম আরবি লাইপজিগ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমি ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে টেন-২ এবং টেন-৩ তে।
#পিএসজি বনাম লাইপজিগ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে Sony LIV-এ।



আরও পড়ুন - বায়ার্নের কাছে বিধ্বস্ত বার্সা, ছাঁটাই কোচ সেতিয়েন; নতুন ম্যানেজার কোম্যান!