জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় দু'দিন ধরে চলেছে আইপিএলের মেগা নিলাম (IPL 2025 Auction)। নিলাম যুদ্ধ শেষ হতেই শুরু 'ভাষা-যুদ্ধ'! আইপিএলে (IPL) ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্য়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) রয়েছে গ্লোবাল ফ্য়ানবেস। আরসিবি (RCB) এবার হিন্দি ভাষার মানুষের আরও কাছে আসার জন্য় সেই ভাষায় এক্স অ্য়াকাউন্ট চালু করেছে। ইংরেজি-কন্নড়ের পর এবার হিন্দিতে আরসিবি। তবে এই পদক্ষেপ মোটেই ভালো চোখে দেখছে না নেটপাড়ায় একাংশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  অ্যাডিলেড টেস্টের আগে সংসদে রোহিতরা! প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা করল পুরো টিম?



বেঙ্গালুরু শহরের ফ্র্যাঞ্চাইজি হয়ে কী করে এমন 'হিন্দিপ্রীতি' থাকতে পারে আরসিবি-র! এই মর্মেই কন্নড় ভাষার কট্টর সমর্থকরা শুরু করে দিয়েছেন ভয়ংকর ভাষার লড়াই। তাঁরা কোনও মতেই হিন্দিকে দাঁত ফোটাতে দেবেন না তাঁদের শহরে। এমনটাই তাঁদের মনোভাব। আরসিবি-র হিন্দি এক্স হ্য়ান্ডেলে রয়েছে ২৫০০ ফলোয়ার্স। সেখানে প্রথম পোস্টই দলের আইকন বিরাট কোহলির। তিনি আরসিবি-তে রিটেইনড হওয়ার পর হিন্দিতে তাঁর অনুভূতি শেয়ার করেছেন। কোহলিকেও সরাসরি অনেকে তোপ দেগেছেন। তাঁদের মতে কন্নড় সংস্কৃতিকে অপমান করেছেন কোহলি। এখানেই শেষ নয় আরসিবি আরও একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে লিয়াম লিভিংস্টোনও হিন্দিতে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁকেও রেয়াত করা হয়নি। অবিলম্বে আরসিবি হিন্দি অ্যাকাউন্ট ডিলিট করুক। এই মর্মে পিটিশনও জমা পড়ছে।


কর্মসংস্থানের জন্য় দেশের বহু মানুষের প্রথম পছন্দের শহর বেঙ্গালুরু। তবে সম্প্রতি সেখানে বহু হিন্দি ভাষায় কথা বলা মানুষরা ভাষার ভিত্তিতে বৈষম্যের সম্মুখীন হয়েছেন। সেই ভিডিয়োগুলি ভাইরালও হয়েছে নেটপাড়ায়। বেঙ্গালুরুর অটো এবং ক্যাব চালকরা যাত্রীদের স্রেফ কন্নড় ভাষায় কথা বলতে বাধ্য় করছেন। এমনকী তাঁদের রাজ্য ছেড়ে যাওয়ার দাবিও জানাচ্ছেন তাঁরা। এই মর্মেও ঝড় উঠেছে। চলতি বছরের শুরুর দিকে, বেঙ্গালুরু নাগরিক সংস্থা সমস্ত দোকানদারকে সাইনবোর্ডগুলিতে কমপক্ষে ৬০ শতাংশ কন্নড় ভাষায় লেখা নিশ্চিত করতে বলেছে। কন্নড়পন্থী কর্মীরা বেশ কয়েকটি দোকানকে টার্গেটও করেছেন। যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।


আরও পড়ুন: ভালোবাসা থেকেই বঞ্চিত রাহুল? এবার ভরিয়ে দেওয়ার দাবি নতুনের! ভাঙনের চাঞ্চল্যকর আপডেট
 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)