ব্যুরো: নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্প্যানিশ লা লিগা খেতাবের আরও কাছে পৌছে গেল রিয়াল মাদ্রিদ। সেভিয়াকে চার-এক গোলে হারিয়ে খেতাব জয়ের দোরগোড়ায় জিনেদিন জিদানের দল। জোড়া গোল করে রিয়ালের জয়ের নায়ক সেই রোনাল্ডো। ম্যাচের শুরুতে নাচোর বিতর্কিত গোলে এগিয়ে যায় রিয়াল। এরপরই রবিবার রাতে নিজের প্রথম গোলটা করে ফেলেন রোনাল্ডো।  দ্বিতীয়ার্ধের শুরুতে জোভেটিচের গোলে লড়াইয়ে ফেরে সেভিয়া। তখন মনে হয়েছিল হোঁচট খেতে পারে রিয়াল। তবে শেষদিকে রোনাল্ডো ও ক্রুজের গোলে বার্নাবিউতে রিয়ালের তিন পয়েন্ট নিশ্চিত হয়। ছত্রিশ ম্যাচে সাতাশি পয়েন্টে দাঁড়িয়ে জিদান ব্রিগেড। লিগে রিয়ালের বাকি আর দুটো ম্যাচ।