বার্সেলোনাকে পিছনে ফেলে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে পিছনে ফেলে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মালাগাকে দুই-শূন্য গোলে হারিয়ে পাঁচ বছর পর স্পেনের সেরা রিয়াল। রোনাল্ডো ও বেনজেমার গোলে ট্রফি নিশ্চিত করে জিদানের দল। এই নিয়ে তেত্রিশবার লা লিগা খেতাব ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। পাঁচ বছর পর রিয়াল মাদ্রিদের দখলে স্পেন। মালাগাকে দুই-শূন্য গোলে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল। জমজমাট লা লিগার শেষ রাউন্ডে এসে বার্সেলোনাকে টেক্কা দিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। রবিবার রাতে একই সময় আলাদা আলাদা প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বি। মালাগার বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই রিয়ালের স্পেনের সেরা হওয়া নিশ্চিত ছিল। অন্যদিকে রিয়ালের হারের জন্য প্রার্থনা করেছিলেন মেসিরা। মালাগার রক্ষণ ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি জিদানের দলের। অ্যাওয়ে ম্যাচে দুমিনিটের মধ্যে রিয়ালকে এগিয়ে দেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ওয়েব ডেস্ক: বার্সেলোনাকে পিছনে ফেলে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মালাগাকে দুই-শূন্য গোলে হারিয়ে পাঁচ বছর পর স্পেনের সেরা রিয়াল। রোনাল্ডো ও বেনজেমার গোলে ট্রফি নিশ্চিত করে জিদানের দল। এই নিয়ে তেত্রিশবার লা লিগা খেতাব ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। পাঁচ বছর পর রিয়াল মাদ্রিদের দখলে স্পেন। মালাগাকে দুই-শূন্য গোলে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল। জমজমাট লা লিগার শেষ রাউন্ডে এসে বার্সেলোনাকে টেক্কা দিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। রবিবার রাতে একই সময় আলাদা আলাদা প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বি। মালাগার বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই রিয়ালের স্পেনের সেরা হওয়া নিশ্চিত ছিল। অন্যদিকে রিয়ালের হারের জন্য প্রার্থনা করেছিলেন মেসিরা। মালাগার রক্ষণ ভাঙতে অবশ্য বেশি সময় লাগেনি জিদানের দলের। অ্যাওয়ে ম্যাচে দুমিনিটের মধ্যে রিয়ালকে এগিয়ে দেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আরও পড়ুন এবারের আইপিএলে কে কোন পুরস্কার পেলেন, সব জেনে নিন
চলতি মরশুমে সিআর সেভেনের দুরন্ত ফর্ম অব্যাহত থাকল রবিবার রাতেও। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার গোলে রিয়ালের ট্রফি জয় নিশ্চিত হয়। শেষ বাঁশি বাজতেই রিয়াল শিবিরে সেলিব্রেশন শুরু। অ্যাওয়ে ম্যাচে রিয়ালের ভক্তরাও গ্যালারিতে উতসেব মেতে ওঠে। রোনাল্ডো,র্যামসদের নিয়ে নাচানাচি শুরু হয়। এই নিয়ে তেত্রিশবার লা লিগা জিতল রিয়াল। চব্বিশবার চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। আর কয়েক সপ্তাহ পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জুভেন্তাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বিশ্বফুটবলে তাই এখন জিদানের দলের দাপট।
আরও পড়ুন তৃতীয়বার মুম্বইকে চ্যাম্পিয়ন করার পর কী বললেন ক্যাপ্টেন রোহিত?