নিজস্ব প্রতিবেদন : অবশেষে ঘরের মাঠে জয়ের মুখ দেখল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। কোচ হুলেন লোপেতেগুইয়ের চাকরি থাকছে তো? এই জল্পনার মাঝেই চ্যাম্পিয়ন্স লিগে ভিক্টোরিয়া প্লাজেনের বিরুদ্ধে ২-১ গোলে জিতল রিয়াল।  



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্যান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জি গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ২-১ গোলে জিতল রিয়াল। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় তারা। লুকাস ভাসকেসের ক্রসে হেডে গোল করেন ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জেমা। লিওনেল মেসি ও রাউল গঞ্জালেসের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা ১৪টি আসরে গোল করার কীর্তি গড়লেন বেঞ্জেমা।



দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ রেখে রক্ষণে চাপ দিতে থাকে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সেলো। ৭৯ মিনিটে ব্যবধান কমায় চেক রিপাবলিকের দল ভিক্টোরিয়া। বাকি সময় ব্যবধান ধরে রেখে স্বস্তিতেই মাঠ ছাড়েন রিয়াল ফুটবলাররা। তিনটি ম্যাচের দুটিতে জিতে এবে একটি হেরে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে জি গ্রুপে দু নম্বরে আছে রিয়াল। শীর্ষে রয়েছে এএস রোমা।