জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয় দিয়েই লা লিগার (La Liga) অভিযান শুরু করেছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লস ব্ল্যাংকোসরা ২-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে  (Athletic Bilbao Vs Real Madrid) স্পেনের এক নম্বর ফুটবল লিগে। প্রতিযোগিতামূলক প্রথম ম্যাচে নেমেই গোলের স্বাদ পেয়েছেন জুড বেলিংহ্য়াম (Jude Bellingham)। ব্রিটিশ রত্ন ট্যুইটারে লিখেছেন, 'স্বপ্নের সন্ধে'। স্বপ্নের ক্লাবে অভিষোকেই গোল বেলিংহ্যামের। স্বভাবতই খুশি হয়েছেন বরুসিয়া ডর্টমুন্ড থেকে মাসদুয়েক আগে আসা মিডফিল্ডার। বেলিংহ্যামের ফুটবলে মোহিত হয়েছেন রিয়াল মাদ্রিদের হেডস্য়র কার্লো অ্যানসেলোত্তিও (Carlo Ancelotti)। ম্য়াচের পর অভিষেককারী বেলিংহ্যামের ভূয়সী প্রশংসা করলেন রিয়াল মাদ্রিদ বস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যানসেলোত্তি বলেন, 'বেলিংহ্য়াম একটা অসাধারণ বাচ্চা। ওর গুণগত মান, ব্যক্তিত্ব কথা বলে। অত্যন্ত কঠোর পরিশ্রমী ফুটবলার বেলিংহ্যাম। রিয়ালে এসে খুবই মোটিভেটেড। আবারও বলব ও দুরন্ত প্লেয়ার। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সাইনিং হয়েছে। ম্যাচের কথা বলব, আমরা আগুনে ফুটবল খেলেছি। খুবই মোটিভেটেড ছিল সকলে। সমষ্ঠিগত প্রয়াসে এই জয় এসেছে। মিলিত ভাবে বহু চ্যালেঞ্জ রুখে দিয়েছি আমরা। ক্লিনশিট সবসময় পজিটিভ। বলা যায় কমপ্লিট গেম হয়েছে। প্রথমার্ধেও খুব উন্নতমানের ফুটবল দেখেছি। দ্বিতীয়ার্ধেও আমাদের পুরো নিয়ন্ত্রণ ছিল ম্যাচে।'



আরও পড়ুন: East Bengal: ডার্বি জিতেই মশালের আঁচ বাড়ল লাল-হলুদের! চলে এলেন কোটি টাকার 'মিস্টার ডিপেন্ডেবল'


কাতার বিশ্বকাপের আগেই থেকেই রিয়ালের টার্গেট ছিল এই বছর উনিশের ব্রিটিশ মিডফিল্ডারের উপর। চোখ রেখেছিল লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটিও। রিয়ালের আকর্ষণীয় চুক্তি দেখেই বেলিংহ্যাম প্রথমেই রাজি হয়ে গিয়েছিলেন। তবে বরুসিয়া ও রিয়ালের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত আলোচনার জন্য বিষয়টি প্রথমে আটকে ছিল। তবে পরে সব জট কেটে যায়। জানা যাচ্ছে বেলিংহ্য়াম রেকর্ড ১০৩ মিলিয়ন ইউরোতে গায়ে চাপিয়েছেন সাদা জার্সি। বেলিংহ্যাম সিনিয়র ক্লাব কেরিয়ার শুরু করেন বার্মিংহ্যাম সিটিতে। ২০১৯-২০২০ মরসুম সেখানে কাটিয়ে চলে আসেন জার্মানির অন্যতম নাম করা ক্লাবে। বরুসিয়ায় ১৩২ ম্যাচে বেলিংহ্যাম ২৪টি গোল করেছেন ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। ২০২২-২৩ মরসুমে তিনি ৩১ ম্যাচে করেছেন আট গোল। 


ইংল্য়ান্ড কোচ গ্যারেথ সাউথগেট ইউরো ২০২৪ কোয়ালিফায়ার্সের দল বেলিংহ্যামকে নিয়েই করেছিলেন। মালটা, উত্তর ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে তাঁর খেলার কথা ছিল। কিন্তু এফএ জানিয়ে দেয় যে, তাঁর পক্ষে হাঁটুর চোটের জন্য খেলা সম্ভব হচ্ছে না। এমনকী বেলিংহ্যাম বরুসিয়ার হয়ে শেষ ম্য়াচও খেলতে পারেননি। বেলিংহ্যামকে রীতিমতো ভুগিয়েছে হাঁটুর চোট। ২০২০ থেকে ইংল্য়ান্ডের সিনিয়র টিমে সুযোগ পান বেলিংহ্যাম। এখন দেখার বেলিংহ্যাম রিয়ালে কী ফুল ফোটান! ইডেন অ্যাজার, মার্কো আসেনসিও, করিম বেঞ্জেমা ছেড়ে গিয়েছেন রিয়াল। রিয়াল এখন তরুণ ফুটবলারদের নিয়েই দল গোছাচ্ছে। বেলিংহ্যামের আগে ২৩ বছরের স্প্যানিশ লেফট ব্যাক ফ্রান গার্সিয়াকে দলে নিয়েছিল রিয়াল।



আরও পড়ুন: Cristiano Ronaldo | Al-Nassr: অসম্ভবকে সম্ভব করলেন, জাদুকর একাই ক্লাবকে দিলেন ট্রফি! সাধে কী GOAT


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)