জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আগেই সৌদি আরবে (Saudi Arabia) পা রেখেছিলেন। এবার এশিয়ার (Asia) ফুটবলে নাম লেখালেন আর তারকা করিম বেঞ্জেমা (Karim Benzema)। তবে রোনাল্ডোর ক্লাবে নয়, আল ইত্তিহাদের (Al Ittihad) জার্সি পরে খেলতে দেখা যাবে ফ্রান্সের (France) প্রাক্তন স্ট্রাইকারকে। তিন বছরের জন্য জন্য আল ইত্তিহাদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বেঞ্জেমা। প্রতি মরসুমে প্রায়  ২০ কোটি ইউরো পাবেন তিনি। আল ইত্তিহাদ এবার সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আল ইত্তিহাদের তরফে বলা হয়েছে, 'এখনও পর্যন্ত ক্লাবের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ট্রান্সফার। সৌদি প্রো লিগের জার্নিতে এটা বিরাট এক পদক্ষেপ। বিশ্ব ফুটবলের অন্যতম গন্তব্য হিসেবে মান্যতা পাবে সৌদি প্রিমিয়ার লিগ।' 



আরও পড়ুন: Wrestlers Protest: ব্রিজভূষণের গ্রেফতারি ছাড়া কেন্দ্রকে আর কোন কোন শর্ত দিলেন ভিনেশ-সাক্ষীরা? জানতে পড়ুন


আরও পড়ুন: WTC Final 2023, Coromandel Express Accident: করমণ্ডলে দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সহমর্মিতা,কালো আর্মব্যান্ড পরে মাঠে টিম ইন্ডিয়া


নতুন ক্লাবে সই করে ফরাসি তারকা বেঞ্জেমা বলছেন, 'ভিন দেশের এক নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা অর্জনের জন্য মুখিয়ে রয়েছি। ইউরোপে এবং স্পেনে খেলে দুর্দান্ত কিছু জিনিস অর্জন করতে পেরেছি। নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু পরিকল্পনায় নামার এটাই সবথেকে সঠিক সময়। আমার দলের নতুন সদস্যদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। একসঙ্গে মিলে সৌদি আরবের ক্লাবকে অন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।' 


রিয়াল মাদ্রিদে ১৪ বছর ছিলেন তিনি। সেই ২০০৯ সালে সই করেছিলেন মাদ্রিদের বিখ্যাত ক্লাবে। খেলেছেন ৬৫৪ ম্যাচে। গোল করেছেন ৩৫৪টি। রিয়ালের হয়ে বেঞ্জেমা  জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা ও ৩টি কোপা দেল রে। ব্যালন ডি অর জয়ী বেঞ্জেমাকে সই করানো বড় পদক্ষেপ হিসেবেই মনে করছে আল ইত্তিহাদ। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)