`গেট ওয়েল সুন মো সালাহ`
দ্রুত সুস্থ হয়ে উঠুন সালহা, ম্যাচ শেষে রামোসের সৌজন্য টুইট।
নিজস্ব প্রতিবেদন : শনিবার কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বয়স তখন সবে ৩০ মিনিট গড়িয়েছে। কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়ে কাঁদতে কাঁদতে টানেলের দিকে চলে গেলেন লিভারপুলের মোহামেদ সালাহ। বেদনাসিক্ত এক জোড়া চোখ। পা চলে না। তবু হাঁটতে হচ্ছে। স্বপ্ন মুছে যাওয়ার রাত মোহামেদ সালহার।
আরও পড়ুন- সালাহ'র চোটের জন্য কি দায়ী রামোস? বিতর্ক তুঙ্গে
সের্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে কাঁধে চোট পান সালাহ। সের্জিও রামোস না কি ইচ্ছে করেই মোহামেদ সালাহকে ফাউল করেছিলেন বলে মত লিভারপুল সমর্থকদের। সত্যিই কি তাই ? ফুটবল বিশেষজ্ঞদের একাংশ রামোসকেই দায়ী করছেন সালাহর চোটের জন্য। বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না স্প্যানিশ ডিফেন্ডারকে।
দ্রুত সুস্থ হয়ে উঠুন সালহা, ম্যাচ শেষে রামোসের সৌজন্য টুইট। টুইটারে রামোস লিখেছেন, "কখনও কখনও ফুটবল আপনাকে ভাল দিক এবং খারাপ দিক দেখায়। সর্বোপরি, আমরা সহকর্মী।"