আবার রেকর্ড বিরাট কোহলির
২০১৬ সালটা বিরাট কোহলির জীবনের সেরা। তিনি যা করছেন, তাতেই সোনা। রোজ মাঠে নামলেই ঝুড়ি ঢুড়ি রান করে যাচ্ছেন। বোলাররা তাঁকে দেখে হতাশ হয়ে পড়ছেন। আইপিএলে প্রায় ১ হাজার রান করতে চলেছেন। একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি। এবার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বাধিক অর্ধশতরানের রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন ইংল্যান্ডের জেসন রয়ের রেকর্ড।
ওয়েব ডেস্ক: ২০১৬ সালটা বিরাট কোহলির জীবনের সেরা। তিনি যা করছেন, তাতেই সোনা। রোজ মাঠে নামলেই ঝুড়ি ঢুড়ি রান করে যাচ্ছেন। বোলাররা তাঁকে দেখে হতাশ হয়ে পড়ছেন। আইপিএলে প্রায় ১ হাজার রান করতে চলেছেন। একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি। এবার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বাধিক অর্ধশতরানের রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন ইংল্যান্ডের জেসন রয়ের রেকর্ড।
এতদিন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বাধিক অর্ধশতরানের রেকর্ড ছিল জেসন রয়ের দখলে। রবিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে অর্ধশতরান করার সঙ্গে সঙ্গে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে জেসন রয়ের গড়া রেকর্ড ভেঙে দেন তিনি। এদিন কোহলি অপরাজিত থাকেন চুয়ান্ন রানে। পাশাপাশি ভেঙে দেন ক্রিস গেইলের রেকর্ডও। গেইলকে টপকে একবছরে টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতরানের মালিক হলেন কোহলি।