নিজস্ব প্রতিবেদন : বল বিকৃতি কাণ্ডে স্মিথ-ওয়ার্নারদের শাস্তি প্রসঙ্গে শেন ওয়ার্নের উল্টোপথেই হাঁটলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ওয়ার্ন যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার শাস্তিকে বাড়াবাড়ি বলেছেন, সেখানে স্মিথ-ওয়ার্নারদের শাস্তিকে সমর্থন জানাচ্ছেন সচিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'ওদের ক্ষমা করে দাও!'


কেপ টাউনে বল বিকৃতি-কাণ্ডে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপর প্রাক্তন অজি ক্রিকেটার শেন ওয়ার্ন নিজের কলামে লিখেছেন, "স্মিথ-ওয়ার্নারের এক বছরের শাস্তিটা একটু বেশিই হয়ে গেল।"


আরও পড়ুন- বল বিকৃতি কাণ্ডে ক্ষমা চাইলেন ওয়ার্নার


টুইট করে সচিন অবশ্য অন্য কথা বলেছেন, তিনি জানান, "ক্রিকেট ভদ্রলোকের খেলা বলেই পরিচিত। এই খেলাটা স্বচ্ছভাবে খেলা উচিত্ বলেই আমি মনে করি।যা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক।কিন্তু খেলার ঐতিহ্যের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জয় গুরুত্বপূর্ণ।কিন্তু কী ভাবে সেই জয়টা এল সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ।"