এখনও পর্যন্ত যে সব দেশেরা রিও অলিম্পিকে সোনা জিতেছে
রিও অলিম্পিক শেষের দিকে চলে এল। টেনিস, শ্যুটিং, তিরন্দাজি, ডাইভিং, ফেনসিং,রোয়িং সহ নানা বিভাগের খেলা শেষ হয়ে গিয়েছে। হতাশ করে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও কোনও পদক জেতেননি। ভরসা শুধু ব্যাডমিন্টন আর কুস্তিতে। এখনও পর্যন্ত ৪৯টি দেশ সোনা জিতেছে। গত লন্ডন গেমসে ৫০টা দেশ সোনা জিতেছিল।
ওয়েব ডেস্ক: রিও অলিম্পিক শেষের দিকে চলে এল। টেনিস, শ্যুটিং, তিরন্দাজি, ডাইভিং, ফেনসিং,রোয়িং সহ নানা বিভাগের খেলা শেষ হয়ে গিয়েছে। হতাশ করে ভারতীয় ক্রীড়াবিদরা এখনও কোনও পদক জেতেননি। ভরসা শুধু ব্যাডমিন্টন আর কুস্তিতে। এখনও পর্যন্ত ৪৯টি দেশ সোনা জিতেছে। গত লন্ডন গেমসে ৫০টা দেশ সোনা জিতেছিল।
আরও পড়ুন- খেলার সব খবর
দেখে নিন রিও গেমসে সেরা হওয়া সেইসব সোনার দেশের নাম এক নজরে-
অনেক সোনা জিতেছে
১) আমেরিকা (২৬টি), ২) গ্রেট ব্রিটেন (১৬টি), ৩) চিন (১৫টি), ৪) রাশিয়া (১১টি), ৫) ইতালি (৮টি), ৬) জার্মানি (৮টি) (,৭) ফ্রান্স (৭টি),৮) জাপান (৭টি), ৯) অস্ট্রেলিয়া (৬টি), ১০) দক্ষিণ কোরিয়া (৬টি), ১১) নেদারল্যান্ডস (৬টি), ১২) হাঙ্গেরি (৫টি), ১৩) স্পেন (৩টি)
দুটি করে সোনা জিতেছে
১৪) নিউজিল্যান্ড, ১৫) কাজাকাস্থান, ১৬) ব্রাজিল, ১৭) উত্তর কোরিয়া, ১৮) কেনিয়া, ১৯) কানাডা, ২০) কলম্বিয়া, ২১) কিউবা, ২২) পোল্যান্ড, ২৩) সুইজারল্যান্ড, ২৪) বেলজিয়াম, ২৫) থাইল্যান্ড, ২৬) ক্রোয়েশিয়া, ২৭) উজবেকিস্তান,২৮) জামাইকা, ২৯) গ্রিস, ৩০) ইরান
একটি করে সোনা জিতেছে
৩১) দক্ষিণ আফ্রিকা,৩২) সুইডেন, ৩৩) ডেনমার্ক, ৩৪) বেলারুশ, ৩৫) রোমানিয়া, ৩৬) স্লোভেনিয়া, ৩৭) আর্জেন্টিনা, ৩৮) বাহারিন, ৩৯) স্লোভাকিয়া, ৪০) ভিয়েতনাম, ৪১) চেক প্রজাতন্ত্র, ৪২) ইথিওপিয়া, ৪৩) চাইনিজ তাইপে, ৪৪) আইওএ, ৪৫) বাহামাস, ৪৬) ফিজি, ৪৭) কোসোভো,৪৮) পুয়ের্তো রিকো, ৪৯) সিঙ্গাপুর