ব্যুরো: দীপিকা কুমারি, বোম্বেলা দেবীরা অলিম্পিকের পদকের জন্য রিওতে বসে মানসিক প্রস্তুতি নিচ্ছেন। আর উল্টোদিকে ভারতের পুরুষ তিরন্দাজ দল তখন দেশে বসে হাহুতাশ করছে। 


রিওতে পুরুষ তিরন্দাজদের মধ্যে ভারতের একমাত্র আশা ভরসা অতনু দাস। বাংলার এই তিরন্দাজ একমাত্র ভারতীয় হিসেবে পুরুষদের তিরন্দাজিতে এবারের অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন। লন্ডন অলিম্পিক থেকে শিক্ষা নিয়ে এবার তিরন্দাজিতে পদক জিততে মরিয়া ভারতীয় দল। এবছর আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এক মাস আগে রিওতে প্রস্তুতির জন্য দলকে পাঠিয়ে দিয়েছে। রিও উড়ে যাওয়ার আগে বেঙ্গালুরুতে অনুশীলন করেছে ভারতীয় দল। তাই প্রস্তুতিতে বেশ খুশি দীপিকারা।