COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পার্থ প্রতিম চন্দ্র: আর মাত্র কটা দিন। তারপর ৫ অগাস্ট থেকে শুরু হবে রিও অলিম্পিক। গ্রেটেস্ট শো অন আর্থে এবার অংশে বিশ্বের ২০৭টি দেশ। প্রায় ১০ হাজার ২৯৩ জন ক্রীড়াবিদ ২৮টি খেলার ৩০৬টি বিভাগে খেলবেন। আসুন খেলা দেখতে বসার আগে জেনে নিন এবারের অলিম্পিকে কী কী খেলা দেখতে পাওয়া যাবে--


১) ফুটবল (২টো সোনা)-পুরুষদের ও মহিলাদের টুর্নামেন্ট।



 


২) অ্যাথলেটিক্স (৪৭টা সোনা)



 


৩) অ্যাকোয়াটিক্স
ক) ডাইভিং (৮টা সোনা)
২) সাঁতার (৩৪টা সোনা)
৩) সিনক্রোনাইজড সুইমিং (২টো সোনা)
৪) ওয়াটার পোলো (২টো সোনা)



 


৫) তিরন্দাজি (৪)



 


৬) ব্যাডমিন্টন (৫)


৭) বাস্কেটবল (২)


৮) বক্সিং (১৩)


৯) ক্যানোয়িং


ক) স্লালোম (৪)
খ) স্প্রিন্ট (১২)


১০) সাইকেলিং
ক) বিএমএক্স (২)
খ) মাউন্টেন বাইকিং (২)
গ) রোড সাইকেলিং (৪)
ঘ) ট্র্যাক (১০)


১১) ইকুয়েস্ট্রিয়ান
ক) ড্রেসেজ (২)
খ) ইভেন্টিং (২)
গ) জাম্পপিং (২)


১২) ফেনসিং (১০)


১৩) ফিল্ড হকি (২)


৪) গল্ফ (২)


১৫) জিমন্যাস্টিক
ক) আর্টিস্টিক (১৪)
খ) রিদিমিক (২)
গ) ট্র্যাম্পলাইন (২)


১৬) হ্যান্ডবল (২)


১৭) জুডো (১৪)


১৮) মর্ডান পেন্টাথেলন (২)


১৯) রোয়িং (১৪)


২০) রাগবি সেভেন (২)


২১) সেলিং (১০)


২২) শ্যুটিং (১৫)


২৩) টেবিল টেনিস (৪)


২৪) তাইকন্ডু (৮)


২৫) টেনিস (৫)


২৬) ট্রাইথলন (২)


২৭) ভলিবল
ভলিবল (২)
বিচ ভলিবল (২)


২৮) ভারত্তোলন (১৫)


২৯) কুস্তি
ক) ফ্রিস্টাইল (১২)
খ) গ্রিকো রোমান (৬)