নক্ষত্রপতন! ঋষি কাপুরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়ামহল
ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে কিংবদন্তি সচিন তেন্ডুলকর সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদন: ইরফান খানের পর ঋষি কাপুর। রূপোলি জগতের আরও এক নক্ষত্রপতন! প্রয়াত অভিনেতা ঋষি কাপুর। ৬৭ বছর বয়সে থমকে গেল এক অধ্যায়। দীর্ঘদিন ধরেই মারণ রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে। শেষপর্যন্ত কর্কট রোগের কাছে হার মানতে হল।
ঋষি কাপুরের প্রয়াণে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে কিংবদন্তি সচিন তেন্ডুলকর সকলেই গভীর শোক প্রকাশ করেছেন।
সচিন তেন্ডুলকর লিখলেন, তাঁর ছবি দেখতে দেখতে বেড়ে উঠেছি বহু বার তাঁর সঙ্গে দেখা হয়েছে। ঋষিজীর চলে যাওয়াটা খুবই দুঃখজনক। ওনার আত্মার শান্তি কামনা করি।
ভারত অধিনায়ক বিরাট কোহলি তো বিশ্বাসই করতে পারছেন না খবরটা। এটা ঠিক নয়, অবিশ্বাস্য! গতকাল ইরফান খান আর আজঋষি কাপুর জী। একজন কিংবদন্তির চলে যাওয়া মেনে নিতে পারছি না।
বীরেন্দ্র সেওয়াগ, সুরেশ রায়না, মহম্মদ কাইফ থেকে শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা সকলেই শোকপ্রকাশ করে টুইট করেছেন।
টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ঋষি কাপুরের মৃত্যুতে লিখলেন, শকিং! কখনও খারাপ সময় কাটায়নি, একএকটা মিনিট যেন হাসিতে পূর্ণ .. RIP কিংবদন্তি।
মিতালি রাজ লিখলেন, রূপোলী পর্দার নায়ককে মিস করব। অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ওম শান্তি!
ঋষি কাপুরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন সাইনা নেহওয়াল থেকে যোগেশ্বর দত্ত।
আরও পড়ুন - লকডাউন ভাঙবেন না, করোনাকে হারাতে এভাবেই শেষ বার্তা দেন ঋষি